Bangladesh: মুর্শিদাবাদ থেকে কেন বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত ২ ABT জঙ্গির ? | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গি আব্বাস আলি ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। দেখা করার কথা ছিল আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির সঙ্গে। এমনটাই দাবি অসম পুলিশের STF-এর। শুধু তাই নয়, খাগড়াগড় বিস্ফোরণে ধৃত JMB জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমনের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস আলির। প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের। জেলমুক্তির পর শাদ রাডিকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার তারিকুল ইসলামের সঙ্গে দেখাও করে আব্বাস। তদন্তে এমনটাই দাবি অসম পুলিশের STF-এর।
আরও খবর...
ইতিহাস ভুলেছে বাংলাদেশ, ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল। বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফর বাতিল। ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। আগে অনুমতি দিয়েও এখন বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার। বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রকের।
"মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস", বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান, সীতারাম কেশরী নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে।"