এক্সপ্লোর
এবার রাষ্ট্রপুঞ্জে দেখানো হবে বিগ বি অভিনীত 'পিঙ্ক'

মুম্বই: 'পিঙ্ক'-এর মুকুটে নতুন পালক। রাষ্ট্রপুঞ্জে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখানো হবে অমিতাভ বচ্চন অভিনীত 'পিঙ্ক'। বিগ বি নিজে টুইটারে জানিয়েছেন, নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের হেড কোয়ার্টারে স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে 'পিঙ্ক'-কে।
T 2453 - 'PINK' invited for a special screening of the film at UN Head Quarters, in New York .. by Assitant Secretary General .. honoured ! pic.twitter.com/aWHOYt1RIS
— Amitabh Bachchan (@SrBachchan) November 25, 2016
প্রসঙ্গত, অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ। বর্তমান সমাজে নারীদের অবস্থান নিয়েই 'পিঙ্ক'-এর কাহিনী পট নির্মিত। দেশের মাটিতে আগেই সাফল্য পেয়েছে 'পিঙ্ক'। এবার দেখার বিদেশে কেমন সাড়া ফেলে বিগ বি-র এই ছবি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















