এক্সপ্লোর
Advertisement
বিহারের মোতিহারিতে বাসে আগুন, মৃত অন্তত ২৭, ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের
পটনা: বিহারের মোতিহারির বেলওয়া গ্রামের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হল। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। চারজন গুরুতর জখম। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, মৃতদের পরিবারের লোকজনকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।
কোটওয়া থানার এসএইচও বিজয় সিনহা জানিয়েছেন, ‘বাসটি মুজফফরপুর থেকে নয়াদিল্লি যাচ্ছিল। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসের চালক একটি মোটর বাইককে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে একটি খন্দে উল্টে যায়। স্থানীয় লোকজন গিয়ে উদ্ধারকার্য শুরু করার আগেই আগুন ধরে যায়।’
মুজফফরপুরের জোনাল আইজি সুনীল কুমার জানিয়েছেন, বাসের মধ্যে আর কোনও দেহ নেই। পোড়া বাস থেকে ছাই সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসেছেন।
বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী দীনেশচন্দ্র যাদব বলেছেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের নিকটাত্মীয়দের চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে গিয়েছে। মোতিহারি ও মুজফফরপুরের হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement