এক্সপ্লোর
Advertisement
গুজরাতের স্কুলে বিলি অখিলেশের ছবি লাগানো ব্যাগ! তদন্তের নির্দেশ
আমদাবাদ: গুজরাতের স্কুলে সমাজবাদী পার্টি (সপা) সভাপতি অখিলেশ সিংহ যাদবের ছবি লাগানো স্কুলব্যাগ দেওয়া হয়েছে কচিকাচাদের! কী করে এটা হল, জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার।
গেরুয়াশাসিত রাজ্যের আদিবাসী অধ্যুষিত ছোটা উদয়পুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১২ হাজার স্কুলব্যাগ দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি করানোর 'শলা প্রবেশোত্সব' কর্মসূচিতে বিলি করা হয়েছে ওই ব্যাগ।
ব্যাগের গায়ে রয়েছে গুজরাতের সরকারের স্কুলে নাম লেখানোর কর্মসূচির স্টিকার। স্টিকারের নীচে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসিমুখের ছবি।
ভাসেদি গ্রামের একটি স্কুলে 'জেলা পঞ্চায়েত শলা প্রবেশোত্সব' লেখা ওই স্টিকার খুলে যাওয়ায় অখিলেশের ছবি বেরিয়ে পড়তেই বিষয়টি প্রথম স্কুলের শিক্ষকদের নজরে পড়ে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহেশ প্রজাপতি বলেন, সুরাতের একটি সংস্থার কাছ থেকে ই টেন্ডার মারফত ১২ হাজার ব্যাগ পায় জেলা পঞ্চায়েত।
রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিং চুদাসামা তদন্ত চালিয়ে এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
সম্ভবত, অখিলেশ উত্তরপ্রদেশে ক্ষমতায় থাকাকালে সেখানকার স্কুলে বিলি করার জন্য তৈরি হয়েছিল ওই ব্যাগ।
কংগ্রেস কটাক্ষ করে বলেছে, স্কুলে শিক্ষকের ব্যবস্থা না করে শলা প্রবেশোত্সবের আড়ালে উত্তরপ্রদেশের আগের সরকারের আমলের বাতিল হওয়া ব্যাগ রাজ্যের পড়ুয়াদের বিলি করছে সরকার। শিক্ষার দিকে সরকারের কতটা নজর, সেটা তো দেখাই যাচ্ছে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement