BJP News: কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক। ABP Ananda Live
ABP Ananda Live: কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক। স্বামীকে অপহরণ করে চাপ দিয়ে দলবদল করাতে চাইছে তৃণমূল, চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা দীপালি পাল। গতকাল কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। আরেক বিজেপি সদস্যার স্বামীকে তৃণমূলে যোগদান করানো হয়। অভিযোগ, স্ত্রীকে দলে টানতে স্বামীকে অপহরণ করে যোগদান করিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসক দলের। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি NIA-র। চার্জশিটে নাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পণ্ডার। বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ২ তৃণমূল নেতা, চার্জশিটে দাবি NIA-র। 'বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই'। লজিস্টিক সাপোর্টের দায়িত্ব ছিল মানব পড়ুয়া, নবকুমার পণ্ডা ও বলাইচরণ মাইতির: NIA। তৃণমূলের বুথ সভাপতি ছিলেন ধৃত বলাইচরণ মাইতি। 'ভূপতিনগরে বোমা তৈরি করে, আগ্নেয়াস্ত্রর ভয় দেখিয়ে সভায় যেতে বাধ্য করা হত'।