এক্সপ্লোর
পাকিস্তান ফেরত গীতাকে মনে আছে? এবার তার বিয়ে দেবে বিজেপি
![পাকিস্তান ফেরত গীতাকে মনে আছে? এবার তার বিয়ে দেবে বিজেপি Bjp Takes It Upon Himself To Get Pak Returned Geeta Married Shivraj Chouhan To Solemnise Wedding পাকিস্তান ফেরত গীতাকে মনে আছে? এবার তার বিয়ে দেবে বিজেপি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/09142424/geeta-pakistan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইন্দোর: সমঝোতা এক্সপ্রেসে চড়ে পাকিস্তানে চলে যাওয়া সেই মূক বধির মেয়ে গীতাকে মনে আছে নিশ্চয়ই। যখন সে পাকিস্তান চলে যায় তখন তার বয়স সাত আট। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফেরে গীতা, ২০১৫-তে। কিন্তু নিজের বাবা মায়ের এখনও খোঁজ পায়নি।
গীতা এখন থাকে মধ্যপ্রদেশের ইন্দোরের মূক-বধির সংগঠন হস্টেলে। তার বয়স এখন ২৪। রাজ্যের বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে তার বিয়ে দিতে।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যখনই মধ্যপ্রদেশ আসেন, গীতার সঙ্গে একবার দেখা করে যান। তিনি জানিয়েছেন, নিজের পছন্দ অনুযায়ী বিয়ে দেওয়া হবে তার। সে তার পাত্র খুঁজে পেলেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দেবেন, কারণ তিনি গীতার মামা।
শিবরাজ অবশ্য শুধু গীতারই মামা নন, গোটা মধ্যপ্রদেশের সব অল্পবয়সি মেয়েই তাঁকে মামা বলে ডাকে।
বৃহস্পতিবার হস্টেল থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় গীতা। পরে কাছের অন্নপূর্ণা মন্দিরে তাকে পাওয়া যায়। হস্টেল কর্তৃপক্ষের ধারণা ছিল, হস্টেলে থেকে গীতা খুশি নয়, পাকিস্তানে ফিরে যেতে চায় সে। কিন্তু তার সঙ্গে দেখা করে সুষমা জানিয়েছেন, মন্দিরে গীতা গিয়েছিল প্রার্থনা করতে, মন খারাপের কারণে নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)