এক্সপ্লোর
পৌড়ি গাড়ওয়ালে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত অন্তত ৪৫

দেরাদুন: উত্তরাখণ্ডের পৌড়ি গাড়ওয়ালে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী। যাত্রীবাহী বাসটি অন্তত ৬০ মিটার নীচে খাদে পড়ে যায়। নৈনীডান্ডা ব্লকের ধূমাকোট এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। ভৌন থেকে রামনগর যাওয়ার সময় পাহাড়ি রাস্তা গড়িয়ে খাদে আছড়ে পড়ে বাসটি। খবর পেয়ে হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ-এর দল। কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় ত্রাণকার্যে সমস্যা হচ্ছে তাদের। [embed]https://twitter.com/ANI/status/1013295443969822720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1013295443969822720&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fbus-falls-into-gorge-in-uttarakhands-garhwal-many-dead-901730[/embed] আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















