এক্সপ্লোর
Advertisement
নিশানা রাহুলকে, 'মোদী-হাওয়া' থেকে বাঁচতে সাপ, বেজী, কুকুর, বিড়ালদের মতো জোট বাঁধছে! বিরোধীদের কটাক্ষ অমিত শাহের
নয়াদিল্লি: ২০১৯ এর লোকসভা ভোটে বিরোধীরা একযোগে বিজেপির মোকাবিলার চেষ্টা করছে বলে তাদের কটাক্ষ করে সাপ, বেজী, কুকুর, বিড়ালের সঙ্গে তুলনা করলেন অমিত শাহ। আজ এক সমাবেশে বিজেপি সভাপতি বিরোধীদের তীব্র কটাক্ষ করে তারা সংসদের বাজেট অধিবেশন হতে দেয়নি বলেও অভিযোগ করেন। বলেন, প্রধানমন্ত্রী মোদীও বলেছেন, বিড়াল, কুকুর, সাপ, বেজী সব জোট বাঁধছে।
দেশে 'মোদী হাওয়া' রয়েছে, তা থেকে নিজেদের বাঁচাতেই তারা জন্তু-জানোয়ারদের মতো একজোট হতে চাইছে বলে কটাক্ষ করেন তিনি। বলেন, সব বিরোধী দলের জোট হওয়া উচিত বলে প্রচার হচ্ছে। প্রবল বন্যার সময় সাপ, বেজী, বিড়াল, কুকুর, এমনকী চিতা, সিংহও উঁচু গাছে চড়ে বসে যাতে জল বাড়তে বাড়তে তাদের কাছে না পৌঁছয়!
পরে অবশ্য পাছে এই মন্তব্যে আপত্তি ওঠে, তাই তিনি বলেন, মোদী ঝড়ে ভীত হয়ে ভিন্ন মতাদর্শের নানা দল ভোটে লড়তে কাছাকাছি আসছে।
আজকের ভাষণে তিনি জোর গলায় দাবি করেন, মোদী সরকার সমাজের সব অংশের জন্যই অনেক কিছু করেছে, বলেন, বিজেপি 'ফাঁপা প্রতিশ্রুতি' দেওয়ার পরিবর্তে যে কাজ করেছে, তার ভিত্তিতেই ২০১৯-এর ভোট জিততে চায়।
বিজেপি সভাপতি আক্রমণ করেন রাহুল গাঁধীকেও। বিজেপির ৩৮-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজের ভাষণে তিনি বলেন, রাহুল গাঁধী ও অন্যরা বলছেন, আমরা তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ বানচাল করছি। আমরা কোনওভাবেই সংরক্ষণ পলিসি বাতিল করছি না। রাহুল, এনসিপি প্রধান শরদ পাওয়ার শুনে রাখুন। বিজেপি কখনই সংরক্ষণ নীতি বাতিল করবে না। আপনারা সংরক্ষণ তুলে দিতে চাইলেও বিজেপি কখনই অনুমোদন করবে না।
তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে গ্রেফতারির বিধি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে শিথিল করে দেওয়ার অভিযোগ তুলে দলিত সমাজ সম্প্রতি দেশজুড়ে যে প্রতিবাদ আন্দোলনে নেমেছে, সেই প্রেক্ষাপটেই অমিত শাহ এ কথা বলেছেন।
বিজেপি সভাপতি আজও বলেন, বিজেপির স্বর্ণযুগ এখনও হয়নি। পশ্চিমবঙ্গ, ওড়িশায় বিজেপির সরকার হলেই তা আসবে। এও বলেন, বিজেপি ১০ জনকে নিয়ে শুরু হয়েছিল, এখন তার সদস্য ১১ কোটির বেশি।
কংগ্রেস সভাপতিকে তোপ দেগে অমিত শাহ তাঁর দল গত ৪০ বছরে ক্ষমতায় থেকে কী করেছে, প্রশ্ন করেন। বলেন, রাহুল গাঁধী আমাদের কাছে গত ৪ বছরের রিপোর্ট কার্ড চান। আমি তাঁকে বলতে চাই, আপনার দল গত চার দশকে কী করেছে?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement