দুর্নীতি মামলা: লালুপ্রসাদ, তেজস্বীকে ৫-৬ তারিখ জেরা করবে সিবিআই
নয়াদিল্লি: দুর্নীতি মামলায় আগামী ৫ ও ৬ অক্টোবর হাজিরা দিতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বী যাদবকে নির্দেশ দিল সিবিআই।
এর আগে, ৪ ও ৫ তারিখ এই দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। কিন্তু, লালু জানিয়ে দেন, ওই দিনে হাজিরা দিতে তাঁর অসুবিধা রয়েছে। এরপরই, নতুন তারিখ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
লালুর বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে রেলমন্ত্রী থাকাকালীন তিনি অনৈতিকভাবে আইআরসিটিসি-র ২টি হোটেলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন। সিবিআই তাদের এফআইআরে জানিয়েছে, ওই চুক্তিতে যে দুর্নীতি হয়েছে, তাতে লালুর পাশাপাশি জড়িত ছিল ছেলে তেজস্বীও।
সিবিআই দাবি করেছে, একটি বেনামি সংস্থা মারফৎ ঘুষ হিসেবে তিন একর জমির বিনিময়ে ওই দুই হোটেলের বরাত বিনয় ও বিজয় কোচ্চরের মালিকানাধীন সুজাতা হোটেলকে দিয়েছিলেন লালু।