নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্তের নির্দেশ সেনার
নয়াদিল্লি: সেনা নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই। নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের। সেনাবাহিনীর সোলজার-ক্লার্ক ও সোলজার-ট্রেডসম্যান সহ বিভিন্ন পদের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ৫২টি কেন্দ্রে রবিবার পরীক্ষা নেওয়া হয়। তার আগে শনিবার রাতে মহারাষ্ট্রের নাগপুর, পুণে, নাসিক এবং গোয়ায় অভিযান চালিয়ে বেশকিছু প্রশ্নপত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ১৮ জন অভিযুক্তকে, আটক করা হয় ৩৫০ জন পরীক্ষার্থীকেও। ধৃত ১৮ জনের মধ্যে অনেকেই সেনা বাহিনীর সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রথমে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের দিয়ে প্রশ্নের উত্তর তৈরি করা হয়। তারপর বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে ২ লক্ষ টাকায় বিক্রি করা হয় পরীক্ষার্থীদের কাছে। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতেই, মহারাষ্ট্র ও গোয়ার বেশ কয়েকটি কেন্দ্রে পরীক্ষা বাতিল করা হয়। সোমবার উচ্চ পর্যায়ের কোর্ট অফ এনকোয়্যারির নির্দেশ দেয় সেনা কর্তৃপক্ষ। এবার সিবিআই তদন্তে নির্দেশ দিল প্রতিরক্ষা মন্ত্রক।