এক্সপ্লোর
প্রকাশিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল, প্রথম তিনটি স্থানই মেয়েদের দখলে

নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। পাসের হার ৮৩.০৫ শতাংশ। প্রথম তিনটি স্থানই মেয়েদের দখলে। প্রথম দিল্লির অশোক বিহারের মন্টফোর্ট স্কুলের ছাত্রী সুকৃতি গুপ্ত। মোট ৫০০-র মধ্যে সুকৃতি পেয়েছে ৪৯৭। দ্বিতীয় হয়েছে হরিয়ানার কুরুক্ষেত্রের টেগোর পাবলিক স্কুলের পলক গোয়েল। তৃতীয় স্থানে হরিয়ানারই কারনালের সেন্ট টেরিজা স্কুলের ছাত্রী সৌম্যা উপ্পল। এবছর পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৬৫ হাজার ১৭৯। সার্বিকভাবেই ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা। সাফল্যের নিরিখে এগিয়ে দক্ষিণ ভারত। পাসের হারে অন্যদের পিছনে ফেলেছে তিরুঅনন্তপুরম। ফলপ্রকাশের পরে আজ থেকে শুরু হবে টেলিকাউন্সেলিং। চলবে ৪ জুন পর্যন্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















