এক্সপ্লোর
Advertisement
পঞ্জাবে তিন জেলা ও ভারত-পাক সীমান্ত এলাকায় বসছে সিসিটিভি
পঠানকোট: গত এক বছরের মধ্য পঞ্জাবে দুটি বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ভারত-পাক সীমান্ত সহ রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা করছে পঞ্জাব পুলিশ। পরিকল্পনা অনুসারে, পাঠানকোট, বাটালা ও গুরুদাসপুর, পাকিস্তান সীমান্ত লাগোয়া পঞ্জাবের এই তিন জেলায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এরজন্য ৭৫ লক্ষ টাকা ব্যয় হবে। পঞ্জাব পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নজরদারির জন্য ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত এলাকা, প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সীমানা এলাকা ও গুরুত্বপূর্ণ শহরগুলি সব রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিসিটিভি বসানোর পরিকল্পনাও রয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ হবে বলে আশা।
এর পাশাপাশি, ১০৭ কিমি দীর্ঘ অমৃতসর-পঠানকোট রেললাইনের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের রেল পুলিশের এসপি লখিন্দরপাল সিংহ। তিনি জানিয়েছেন, জেলা পুলিশের সহায়তায় রেল লাইনে নিয়মিত নজরদারি চালানো হবে।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে জঙ্গিরা যখন গুরদাসপুরের দিনানগরে হামলা চালিয়েছিল তখন অমৃতসর-পঠানকোট রেললাইনের একটি ব্রিজের কাছে পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছিল। চলতি বছরের শুরুতেই পঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement