এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডে অনাহারে মৃত্যু: আধার না থাকলেও গরিবদের রেশন দিতে হবে, রাজ্যগুলিকে কেন্দ্র
নয়াদিল্লি: কারও আধার কার্ড না থাকলে বা রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারকে রেশন থেকে বঞ্চিত করে রাখা যাবে না। আধার না থাকার কারণে রেশন পরিষেবা থেকে যোগ্য পরিবারগুলির নাম বাদ দেওয়াও যাবে না। রাজ্য সরকারগুলিকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ অমান্য করলে শাস্তিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি ঝাড়খণ্ডে আধার না থাকার কারণে রেশন না পেয়ে অনাহারে এক ১১ বছরের মেয়ের মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ডেই রেশন কার্ড না থাকায় অনাহারে এক রিকশা চালকের মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। এরপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। খাদ্যমন্ত্রক জানিয়েছে, উপযুক্ত তদন্ত করে যদি দেখা যায়, সংশ্লিষ্ট রেশন কার্ডের মালিকের নথিপত্র ঠিকঠাক নেই, একমাত্র তাহলেই রেশন কার্ড বাতিল করা যাবে। যাঁদের আধার নেই, তাঁদের আধারের ব্যবস্থা করতে হবে এবং রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তির ব্যবস্থাও করতে হবে।
আধার প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) সিইও অজয় ভূষণ বলেছেন, আধারের কোনও প্রযুক্তিগত সমস্যা, আধার না থাকা বা সংযুক্তিকরণ না থাকার কারণে যাতে কেউ খাদ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। যদি কোনও ব্যক্তির পরিচয় ও নথিপত্র আসল হয়, তাহলে তাঁকে রেশন দিতেই হবে।
খাদ্য নিরাপত্তা আইন অনুসারে, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করতে হবে বলে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তবে গতকাল সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য আধার সংযুক্তির শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে আগামী বছরের ৩১ মার্চ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement