এক্সপ্লোর
জ্বালানির দামবৃদ্ধি মোকাবিলায় অবিলম্বে সমাধানসূত্র বের করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র, জানালেন ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর: পেট্রপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলায় অবিলম্বে কোনও সমাধানসূত্র খুঁজে বের করার ব্যাপারে কেন্দ্র ভাবনাচিন্তা করছে বলে জানালেন ধর্মেন্দ্র প্রধান। ওড়িষা সরকারকেও তিনি জ্বালানির দামবৃদ্ধির আঁচ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেট্রপণ্যের ওপর ভ্যাট কমানোর পরামর্শ দেন। আজ সাংবাদিকদের তিনি বলেন, তেলমন্ত্রক পেট্রল, ডিজেলের দাম কমাতে পেট্রপণ্যকে জিএসটির আওতায় আনার পক্ষপাতী। সেটা বাস্তবে হওয়া পর্যন্ত সমস্যা মোকাবিলায় তাত্ক্ষনিক সমাধানের কথা ভাবনাচিন্তা করছি আমরা। নিশ্চয়ই পরিস্থিতি সামলাতে একটা রাস্তা বের করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, গরিবের স্বার্থরক্ষায় এনডিএ সরকার গত বছরের অক্টোবরে জ্বালানির ওপর লিটারে ২ টাকা শুল্ক কমিয়েছিল। এবারও কেন্দ্র স্বল্প ও দীর্ঘমেয়াদি, দুরকম সমাধানসূত্র মাথায় রেখেই এগচ্ছে বলে জানান তিনি। কিন্তু কেন ভারতে পেট্রল, ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, প্রশ্ন করা হলে প্রধান বলেন, দুটি তেল উত্পাদনকারী দেশ ইরান ও ভেনেজুয়েলার রাজনৈতিক মতপার্থক্য আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির একটি বড় কারণ। তবে প্রধানের তীব্র সমালোচনা করে তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ওড়িষার অর্থমন্ত্রী এস বি বেহেরা। বলেন, তেলমন্ত্রী যেসব কারণ দেখাচ্ছেন, সেগুলি যুক্তিসঙ্গত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে তিনি আড়াল করতে বলছেন। কেন্দ্র এক্সাইজ ডিউটি কমাক, আপনাআপনিই পেট্রল, ডিজেলের দাম পড়ে যাবে। পেট্রপণ্যকে জিএসটি-র আওতায় আনার প্রধানের প্রস্তাবের ব্যাপারে বেহরা বলেন, সব রাজ্য সরকারকে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কেন্দ্রও তার দায় এড়িয়ে যেতে পারে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















