এক্সপ্লোর
Advertisement
জামিনের আবেদন খারিজ, গ্রেফতার সাংবাদিক ট্রানজিট রিমান্ডে ছত্তিশগড় পুলিশের হাতে
গাজিয়াবাদ: ছত্তিশগড়ের মন্ত্রীকে 'সেক্স সিডি'-র মাধ্যমে ব্ল্যাকমেল করা, তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার বিবিসি হিন্দির প্রাক্তন সাংবাদিক বিনোদ ভার্মার জামিনের আবেদন খারিজ করে দিল গাজিয়াবাদের আদালত। বিনোদকে গ্রেফতার করে গাজিয়াবাদে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করে ছত্তিশগড় পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানায় তারা। তদন্তকারী অফিসার তথা রায়পুরের অপরাধ দমন শাখার ইনস্পেক্টর সঞ্জয় সিংহ ভার্মাকে রিমান্ডে নেওয়ার অনুমতি চান।
অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা নাসিব আহমেদ খান পাঠান ভার্মার হয়ে জামিনের আর্জি পেশ করেন। তবে তা খারিজ হয়ে যায়। পাঠান জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ভার্মাকে ট্রানজিট রিমান্ডে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, বিনোদ ভার্মাকে ৩০ অক্টোবর রায়পুরের জেলা আদালতে তোলা হবে, সেদিন নতুন করে তাঁর জামিনের আবেদন পেশ করা হবে। ম্যাজিস্ট্রেট তাঁর নির্দেশে বলেন, গাজিয়াবাদ থেকে রায়পুর পৌঁছতে সময় লাগবে, সুতরাং রায়পুর পুলিশের ট্রানজিট রিমান্ডের আবেদন সঙ্গতই।
এদিকে বিনোদ শর্মার গ্রেফতারির ব্যাপারে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেসের। বিজেপি সংবাদ মাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত করছে বলে অভিযোগ করে অবিলম্বে বিনোদের মুক্তি চেয়েছেন কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন।
ছত্তিশগড়ের ওই মন্ত্রীর বিরুদ্ধে 'মারাত্মক যৌন কেলেঙ্কারির' অভিযোগ রয়েছে বলে জানিয়ে তার বিচারবিভাগীয় তদন্তও দাবি করেন মাকেন। ওই সাংবাদিক এ ব্যাপারে তদন্ত করছিলেন বলেও জানান তিনি।
বিবিসি হিন্দি সার্ভিস ও অমর উজালা সংবাদপত্রের হয়ে আগে কাজ করা ভার্মার দাবি, রাজ্যের মন্ত্রীর যৌন কেলেঙ্কারির সিডি তাঁর হাতে থাকার জন্যই ছত্তিশগড় পুলিশ তাঁর ওপর খু্শি ছিল না।
ভার্মার গ্রেফতারি প্রসঙ্গে মাকেন বলেন, কেন্দ্রের মোদী সরকার আর ছত্তিশগড় সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করছে।
এদিন ভোরে গাজিয়াবাদের বাড়ি থেকে ভার্মাকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশ। সেখান থেকে প্রায় ৫০০ পর্নোগ্রাফির ভিডিও, নগদ ২ লক্ষ টাকা, একটি পেন ড্রাইভ, একটি ল্যাপটপ ও ডায়েরি মেলে সেখান থেকে।
মাকেনের পাল্টা বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমা রাওয়ের অভিযোগ, এটা খুবই লজ্জার ব্যাপার যে, কংগ্রেস মিডিয়ার স্বাধীনতার সঙ্গে অপরাধমূলক কাজকারবারকে গুলিয়ে ফেলছে। কাউকে ব্ল্যাকমেল করার চেষ্টা মারাত্মক অপরাধ, কংগ্রেস এমন আচরণ সমর্থন করে নিজের রাজনৈতিক দেউলিয়াপনাকেই প্রকট করে দিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement