এক্সপ্লোর
Advertisement
ক্ষমতা থাকলে সনিয়াকে গ্রেফতার করুক বিজেপি, কেজরীবালের টুইট
নয়াদিল্লি: ক্ষমতা থাকলে বিজেপি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে গ্রেফতার করে দেখাক। ভিভিআইপি কপ্টার ডিল কাণ্ডে এই ভাষাতেই নরেন্দ্র মোদী সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেজরীবালের প্রশ্ন, ৩,৬০০ কোটি টাকার এই কেলেঙ্কারি ইতালির আদালতে ফাঁস হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও কেনএ ব্যাপারে মুখ খোলেননি। কংগ্রেস নেতানেত্রীদের বাসভবনেই বা কেন সিবিআই হানা হচ্ছে না। টুইটারে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে সনিয়া গাঁধী ও অন্য যে কংগ্রেস নেতাদের ইতালির আদালত দোষী সাব্যস্ত করেছে, তাদের গ্রেফতার করুক বিজেপি। কিন্তু তারা তা করবে না। তাঁর অভিযোগ, তলে তলে কংগ্রেস ও বিজেপির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ৫ বছর ধরে মোদী সরকার শুধু রাজনৈতিক দড়ি টানাটানিতেই ব্যস্ত থাকবে বলে দিল্লির মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।
অগুস্তা ওয়েস্টল্যান্ড কাণ্ড নিয়ে সংসদে তুলকালাম হওয়ার পর এই প্রথম সরাসরি সনিয়ার নাম করলেন অরবিন্দ কেজরীবাল। এর আগে এই কেলেঙ্কারি নিয়ে একাধিক টুইট করলেও কংগ্রেস সভানেত্রীর নাম করেননি তিনি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রশ্নের মুখেও পড়তে হয়। অনেকে মন্তব্য করেন, আপ- কংগ্রেস গোপন বোঝাপড়ার জেরেই কেজরীবাল ঘুরিয়ে কথা বলছেন, মোদীর বিরুদ্ধে একাধিকবার তীব্র আক্রমণ করলেও সনিয়ার নাম তিনি করছেন না। সামনে পঞ্জাব ভোট থাকায় এই অভিযোগ ঝেড়ে ফেলা কেজরীবালের দরকার ছিল। তারপরেই তাঁর নয়া টুইট।I dare BJP 2 arrest Sonia ji n those cong leaders named in Italy court order n interrogate them(1/2) https://t.co/r0l3eJwJeW
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 28, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement