![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ওড়ার মুহূর্তে বিমানে ধাক্কা রানওয়েতে ঢোকা বুনো শুয়োরের, বাঁচলেন ১৬০ যাত্রী
![ওড়ার মুহূর্তে বিমানে ধাক্কা রানওয়েতে ঢোকা বুনো শুয়োরের, বাঁচলেন ১৬০ যাত্রী Close shave for IndiGo passengers as wild boar strays on runway ওড়ার মুহূর্তে বিমানে ধাক্কা রানওয়েতে ঢোকা বুনো শুয়োরের, বাঁচলেন ১৬০ যাত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/28123036/indigo-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিমান টেক-অফ করার মুহূর্তে রানওয়েতে ঢুকে পড়ল বুনো শুয়োর। অল্পের জন্য রক্ষা পেলেন ১৬০ যাত্রী।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, ১৫৯ যাত্রীকে নিয়ে থেকে হায়গরাবাদগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-৭৪২ বিশাখাপত্তনম বিমানবন্দরে তখন উড়ানের জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে। বিমানটি তখন ‘ট্যাক্সিং’-এর শেষ পর্যায়ে।
বিমানটি যখন রানওয়েতে গতি নিতে শুরু করে দিয়েছে, সেই সময় আচমকা সেখানে ঢুকে পড়ে একটি বুনো শুয়োর। জানা যায়, ওড়ার ঠিক আগের মুহূর্তে ওই জন্তুর সঙ্গে ধাক্কা লাগে বিমানের।
ওড়ার মুহূর্তে ধাক্কা লাগায়, শেষ মুহূর্তে ব্রেক চাপার সময় পাননি পাইলট। তিনি বিমান নিয়ে ওড়েন। কিন্তু, আকাশ একটা চক্কর মেরে ফের নিরাপত্তার জন্য অবতরণ করান।
নিয়ম মেনে গোটা ঘটনাটি পাইলট জানান এয়ার ট্রাফিক কন্ট্রোলকে(এটিসি)। বিমানবন্দরে ইঞ্জিনিয়ারিং টিম বিমানটি পরীক্ষা করে সবুজ সঙ্কেত দেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ইন্ডিগোর ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয়।
ঘটনাটি রবিবার ঘটলেও, তা প্রকাশ্যে আসে মঙ্গলবার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)