এক্সপ্লোর
কংগ্রেসের পক্ষে আছে সত্য, গুজরাতে জয় আসবে, দাবি রাহুলের

ছবি সৌজন্যে ট্যুইটার
পারদি (গুজরাত): গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতবে বলে দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। গুজরাতের পারদি জেলায় এক জনসভায় তিনি বলেছেন, ‘এটা সত্য ও মিথ্যার লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুলিশ, সেনাবাহিনী, গুজরাত, কেন্দ্র, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া এবং আরও কয়েকটি রাজ্যের সরকার আছে। কিন্তু তা সত্ত্বেও গুজরাতের নির্বাচনে কংগ্রেসই জিতবে। কারণ, আমাদের পক্ষে আছে সত্য।’ বিজেপি-কে নিশানা করে রাহুল বলেছেন, ‘গুজরাতের সত্য হল যুবকদের বেকারত্ব, কৃষকদের অসহায়তা, ব্যয়বহুল বেসরকারি শিক্ষা, ব্যবহুল চিকিৎসা ব্যবস্থা, সবক্ষেত্রে দুর্নীতি, জমি হাতানো, পতিদারদের উপর গুলি, উনায় দলিতদের উপর লাঠি ও আদিবাসীদের অনাহার। যদিও বিজেপি-র সত্য হল পাঁচ থেকে দশ জন শিল্পপতির সঙ্গে সম্পর্ক। তাঁরা গুজরাতের মানুষের অর্থ, বিদ্যুৎ, জল ও জমি ব্যবহার করেন।’ ন্যানো প্রকল্প নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করে রাহুল বলেছেন, ‘আমি ন্যানো গাড়ির খোঁজ করছিলাম। কিন্তু গত ১০-১৫ দিনে গুজরাতের রাস্তায় একটাও ন্যানো দেখতে পেলাম না। ন্যানো গাড়ির জন্য টাটাকে ৩৩,০০০ কোটি টাকা দিয়েছিল বিজেপি। কংগ্রেস সেই টাকাতেই মনরেগা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করেছিল।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















