এক্সপ্লোর
Advertisement
রাহুল প্রধানমন্ত্রী হতে পারবেন না, বাবার থেকে তাঁর চেহারার মিল বেশি বিদেশি মায়ের সঙ্গে, বললেন বসপা নেতা
নয়াদিল্লি: তৈরির আগেই প্রশ্ন উঠে গেল বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে।
মায়াবতীর বসপার নেতা জয় প্রকাশ সিংহ বলেছেন, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ বাবা রাজীব গাঁধীর থেকে তাঁর চেহারার অনেক বেশি মিল ইতালীয় মা সনিয়া গাঁধীর সঙ্গে। তাদের মতে, আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়ার ক্ষমতা একমাত্র রাখেন বসপা সুপ্রিমো মায়াবতী, তাই তাঁর অবশ্যই ভোটে লড়া উচিত। গত মে মাসেই জয় প্রকাশকে দলের সহ সভাপতি করেছেন মায়াবতী।
বসপার এই বিবৃতি লুফে নিয়েছে বিজেপি। তাদের মুখপাত্র টুইট করে মন্তব্য করেছেন, মহাজোটবন্ধন তৈরির আগেকার পরিস্থিতি দেখুন। বসপা পরিষ্কার বলছে, রাহুলকে বাবার থেকে বেশি তাঁর বিদেশি বংশোদ্ভূত মায়ের মত দেখতে, তাই তিনি কখনও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারবেন না। এ তো সবে শুরু, দেখা যাক, আর কী কী হয়।
[embed]https://twitter.com/sambitswaraj/status/1019069628771897345?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1019069628771897345&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fcongress-president-rahul-gandhi-can-not-become-prime-minister-says-mayawatis-bsp-915058[/embed]
বসপা বলেছে, লোকসভা ভোটে লড়ার কথা ভাবছেন মায়াবতী। উত্তর প্রদেশের বিজনৌর বা অম্বেডকরনগর আসন থেকে লড়তে পারেন তিনি। তাদের বক্তব্য, কর্নাটক ভোটের পর মায়া সর্বভারতীয় নেত্রী হিসেবে উঠে এসেছেন, লোকসভা ভোটের আগে গোটা দেশে তিনি হয়ে উঠুন দলিতদের একমাত্র মুখ, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে উঠে আসুক তাঁর নাম।
বসপার বক্তব্য, মায়াবতীই একমাত্র নেত্রী যিনি নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন। তবে রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মানতে না চাইলেও যে সব রাজ্যে কংগ্রেস শক্তিশালী, সে সব জায়গায় তারা কংগ্রেসের সঙ্গে জোট গড়ার পক্ষে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement