এক্সপ্লোর
Advertisement
কর্ণাটকে বিজেপি সরকার গড়ায় একই দাবিতে গোয়া-মণিপুরে কংগ্রেস, বিহারে আরজেডি যাচ্ছে রাজ্যপালের কাছে
পানাজি, পটনা ও ইম্ফল: কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটের দাবি উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি-কে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল। আজ শপথও গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এবার এই দৃষ্টান্তকে সামনে রেখে গোয়া ও মণিপুরে কংগ্রেস এবং বিহারে আরজেডি সরকার গঠনের দাবি জানাতে চলেছে। কারণ, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে তারাই সংখ্যাগরিষ্ঠ দল।
গোয়ায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর জানিয়েছেন, ‘আমাদের বিধায়ক সংখ্যা ১৬। গোয়া বিধানসভায় আমরাই সংখ্যাগরিষ্ঠ দল। তাই কর্ণাটকের রাজ্যপালের দৃষ্টান্ত অনুসরণ করে গোয়ার রাজ্যপালেরও আমাদের সরকার গঠনের আহ্বান জানানো উচিত। আমরা আগামীকাল দুপুর বারোটায় রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করব। ১৬ জন বিধায়কের সমর্থনের চিঠি দিয়ে সরকার গঠনের দাবি জানাব। ২১ জন বিধায়কের সমর্থন আমাদের সঙ্গে আছে। রাজ্যপাল কংগ্রেসকে সরকার গঠনের সুযোগ দিলেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব।’
গোয়ার কংগ্রেস সভাপতি গিরিশ চোদনকর বলেছেন, ‘রাজ্যপালদের জন্য দু’টি আলাদা নিয়ম থাকতে পারে না। কর্ণাটকের রাজ্যপাল যখন সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন, তখন গোয়ার রাজ্যপালকেও একই নীতি অনুসরণ করতে হবে। গোয়ার রাজ্যপাল এক বছর আগে যে ভুল করেছিলেন, সেটা সংসোধন করার সুযোগ দিচ্ছে কংগ্রেস।’
মণিপুরে গত বছর অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস ২৮ এবং বিজেপি ২১টি আসনে জয়লাভ করে। আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গড়ে বিজেপি। রাজ্যপাল নাজমা হেপতুল্লা কংগ্রেসের দাবি উপেক্ষা করে বিজেপি-কেই সরকার গঠন করার আহ্বান জানান। আজ মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিংহ জানিয়েছেন, তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন।
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ট্যুইট করে বলেছেন, ‘আমাদের দলই বিহারে সংখ্যাগরিষ্ঠ। দলীয় বিধায়কদের নিয়ে আমি রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাব। রাজ্যপালকে অনুরোধ জানাব, বর্তমান সরকারকে বরখাস্ত করে আমাদের যেন তিনি সরকার গঠনের আহ্বান জানান।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement