এক্সপ্লোর
দিল্লিতে ৫ দিন নির্মাণকাজ, ৩ দিন স্কুল বন্ধ, ঘোষণা কেজরীবালের
নয়াদিল্লি: দিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানালেন, আগামী ১০ দিন ডিজেলচালিত জেনারেটর চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ধুলো রুখতে রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৫ দিন নির্মাণকার্য বন্ধ রাখা হবে। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ৩ দিন স্কুল ছুটি দেওয়া হচ্ছে।
ধোঁয়াশা মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ নিজের বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন কেজরীবাল। এই বৈঠকে ছিলেন উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া, পরিবেশ মন্ত্রী ইমরান হুসেন ও বিধায়ক কপিল মিশ্র। দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।
‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়ে কেজরীবাল বলেছেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাহায্য চাই তাঁদের। এ বিষয়ে রাজনীতি করার বদলে সবাইকে একসঙ্গে কাজ করে জরুরি ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। মানুষকে যত বেশিক্ষণ সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, দূষণ নিয়ন্ত্রণে ফের জোড়-বিজোড় গাড়ি চলাচলের নিয়ম চালু করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement