এক্সপ্লোর
Advertisement
রায়ান হত্যা: পুলিশ ইলেকট্রিক শক দিয়ে খুনের দায় নিতে বাধ্য করে, অভিযোগ সদ্য মুক্তি পাওয়া কন্ডাক্টরের স্ত্রীর
গুরুগ্রাম: গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর হত্যায় গ্রেফতার বাস কন্ডাক্টর অশোক কুমার অবশেষে জামিনে মুক্ত হয়েছেন। তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, পুলিশ তাঁর স্বামীকে পিটিয়ে, ইলেকট্রিক শক দিয়ে খুনের দায় নিজের ঘাড়ে নিতে বাধ্য করে।
অশোক কুমারের স্ত্রী বলেছেন, তাঁরা প্রথম থেকেই নিশ্চিত ছিলেন, তিনি এ কাজ করেননি। গুরুগ্রাম পুলিশ ঠিকমতো তদন্ত না করেই তাঁকে ফাঁসিয়ে দেয়। তিনি যে জামিন পেয়েছেন, তা একধরনের ন্যায় বিচার বলে দেখছেন তাঁরা।
এতদিন জেলে কাটানো ওই বাস কন্ডাক্টরের স্ত্রীর আরও অভিযোগ, পুলিশ তাঁর স্বামীকে মাথা নীচে পা ওপরে করে ঝুলিয়ে রাখে, স্বীকারোক্তি আদায়ের জন্য নেশার ওষুধও দেয়। অশোক নিজে তাঁর জামিনের জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ দিয়েছেন, বলেছেন, তাঁর সারা শরীরে এখনও প্রচণ্ড যন্ত্রণা।
৮ সেপ্টেম্বর রায়ান স্কুলের বাথরুমে উদ্ধার হয় ৮ বছরের প্রদ্যুম্ন ঠাকুরের গলাকাটা দেহ। পুলিশ তার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পেশায় ওই স্কুলেরই বাস কন্ডাক্টর অশোক কুমারকে। যদিও প্রদ্যুম্নের বাবা মা প্রথম থেকেই বলে এসেছিলেন, অন্য কোনও অপরাধীকে আড়াল করতে অশোককে বলির পাঁঠা করছে পুলিশ। সিবিআই অবশ্য তদন্তে নেমে জানায়, অশোকের বিরুদ্ধে তাদের কোনও প্রমাণ নেই, খুনের অভিযোগে তারা আটক করে ওই স্কুলেরই এক একাদশ শ্রেণির ছাত্রকে।
অশোককে ফাঁসানোর চেষ্টার অভিযোগে মঙ্গলবার তাঁর এক কাকাকে শমন পাঠায় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement