এক্সপ্লোর
Advertisement
করোনা থেকে সুস্থ হয়ে ওঠা লোকদের আক্রান্তদের জন্য রক্ত ও প্লাজমা দানের আবেদন হৃতিক, অজয়, বরুণের
যারা করোনা সংক্রামিত হবার পরে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ন সুস্থ হয়ে উঠেছেন, তাদের রক্তে নিজে থেকে তৈরী হয়েছে অ্যান্টিবডি। তাই তাঁদের রক্ত ও প্লাজমা চিকিৎসার কাজে লাগতে পারে করোনা আক্রান্তদের। করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের রক্তদানের আবেদন করলেন অজয় দেবগণ, হৃতিক রোশন ও বরুণ ধবন
মুম্বই: যারা করোনা সংক্রামিত হয়ে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের রক্তে নিজে থেকে তৈরি হয়েছে অ্যান্টিবডি। তাই তাঁদের রক্ত ও প্লাজমা করোনা আক্রান্তদের চিকিৎসায় কাজে লাগতে পারে। তাই করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের রক্তদানের আবেদন করলেন অজয় দেবগন, হৃতিক রোশন ও বরুণ ধবন।
আজ নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করেন অজয়। তাতে তিনি লেখেন, 'আপনি যদি করোনা সংক্রামিত হয়েও সুস্থ হয়ে ওঠেন তবে আপনি অবশ্যই একজন করোনা যোদ্ধা। এই অতিমারীর সঙ্গে লড়াই করার জন্য আমাদের সবার আপনাদের মতো যোদ্ধাদেরই প্রয়োজন। আপনাদের দান করা রক্ত কোনও করোনা সংক্রামিতকে সুস্থ করতে পারে। আপনারা রক্ত ও প্লাজমা দানে এগিয়ে আসুন।'
অপর একটি পোস্টে অজয় রক্ত ও প্লাজমা দানের ব্যাপারে বিশদে তথ্য পোস্ট করেন। করোনা সংক্রামিত হয়েও চিকিৎসায় সুস্থ হয়েছেন, এমন ব্যক্তি রক্ত ও প্লাজমা দান করতে পারেন। তবে প্রথমে চার সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর তার ফের নমুনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় করোনা নেগেটিভ হলেই তিনি রক্তদান করতে পারেন। চিকিৎসার মাধ্যমে ওই ব্যক্তির রক্ত ও প্লাজমায় তৈরি হয়েছে অ্যান্টিবডি। সেই রক্ত ও প্লাজমা অন্য আক্রান্তের শরীরে প্রবেশ করানো হলে তাঁর শরীরেও তৈরি হবে করোনার সঙ্গে লড়ার অ্যান্টিবডি। যাঁরা করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়েছেন, রক্তদান করতে পারেন তাঁরাও।
এই একই পোস্ট নিজের ট্যুইটার থেকে শেয়ার করেছেন হৃতিক রোশন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে রক্ত ও প্লাজমা দানের আবেদন জানিয়েছেন তিনিও।
রক্ত ও প্লাজমা দানের আবেদন জানিয়ে টুইট করেছেন বরুণ ধবনও। সঙ্গে দিয়েছেন হাসপাতালের বিশদ তথ্য।
দেশজুড়ে বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৪২০৩ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement