এক্সপ্লোর
গুলবার্গ হত্যা: হাইকোর্টে যাবেন সাজার রায়ে ক্ষুব্ধ জাকিয়া

আমদাবাদ: গুলবার্গ সোসাইট গণহত্যা মামলায় ২৪ জনকে দোষী ঘোষণার রায়ে ক্ষুব্ধ জাকিয়া জাফরি। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গোধরা-পরবর্তী হিংসায় গুলবার্গ সোসাইটিতে জীবন্ত পুড়িয়ে মারা ৬৯ জনের মধ্যে ছিলেন তাঁর স্বামী তত্কালীন কংগ্রেস এমপি এহসান জাফরিও। বিশেষ সিট আদালত সেই ঘটনায় শুক্রবার ১১ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করে তাঁর প্রতি ‘অবিচার’ করা হল বলে মন্তব্য করেছেন জাকিয়া। এর বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন তিনি। গুলবার্গ হত্যাকাণ্ডের ১৪ বছর বাদে কয়েকদিন আগে বিশ্ব হিন্দু পরিষদ নেতা অতুল বৈদ্য সহ ২৪ জনকে দোষী সাব্যস্ত করলেও তবে এর পিছনে চক্রান্তের অভিযোগ খারিজ করে দেন বিশেষ দায়রা বিচারক পি বি দেশাই। পাশাপাশি ৩৬ অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। আজ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ছাড়াও ১২ জনকে সাত বছর ও একজনকে তুলনামূলক লঘু অপরাধের জন্য ১০ বছর জেলের সাজা দিয়েছে বিশেষ আদালত। বিশেষ করে এটা মেনে নিতে নারাজ জাকিয়া বলেছেন, কেন ১১ জনকে যাবজ্জীবন জেল, কয়েকজনকে মাত্র সাত বা দশ বছর কারাবাসের সাজা, বুঝতে পারছি না। সোসাইটিতে ঢুকে মারমুখী হামলা করা দলে ওরা সকলেই ছিল। তাহলে কেন সাজা দেওয়ার ক্ষেত্রে এমন বাছাবাছি! এটা ভুল বিচার। আমার প্রতি অবিচার করেছে আদালত। সেদিন উন্মত্ত জনতা যখন আমার স্বামীকে নৃশংস ভাবে হত্যা করে, সোসাইটিতে ছিলাম আমি। তিনি সাংসদ ছিলেন। তবুও তাঁকে রাস্তার মাঝখানে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়। এই সাজা সেই অপরাধের বিচারে কিছুই নয়। আমি চেয়েছিলাম অপরাধে যুক্ত সকলের আজীবন কারাবাস হবে। যারা মামলা থেকে রেহাই পেয়েছে, জাকিয়ার দাবি, তারাও দোষী, তাদেরও সাজা পাওয়া উচিত। তিনি বলেছেন, ন্যায় বিচারের জন্য আমার লড়াই চলবে। কেন ওই ৩৬জনকে ছাড়া হল? ওরা কি সোসাইটির একজনকেও রক্ষা করেছিল সেদিন? ওরা তো মারমুখী জনতার দলেই ছিল। আজকের ঘোষণায় মোটেই সন্তুষ্ট নই। আমি এর বিরুদ্ধে হাইকোর্টে যাব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















