এক্সপ্লোর
Advertisement
COVID-19 Treatment: ১০০ মিলিগ্রাম ভায়াল ২৮০০ টাকায়, করোনা চিকিৎসায় রেমডিসিভির আনল গুজরাতের ওষুধ কোম্পানি
করোনা চিকিৎসায় অনেক দেশেই ব্যবহৃত হচ্ছে রেমডিসিভির। এবার করোনার সেই ওষুধ সবচেয়ে কম দামে ভারতের বাজারে নিয়ে এল গুজরাতের সংস্থা জাইডাস ক্য়াডিলা।
নয়াদিল্লি: করোনা চিকিৎসায় অনেক দেশেই ব্যবহৃত হচ্ছে রেমডিসিভির। এবার করোনার সেই ওষুধ সবচেয়ে কম দামে ভারতের বাজারে নিয়ে এল গুজরাতের সংস্থা জাইডাস ক্য়াডিলা। বৃহস্পতিবারই একথা ঘোষণা করেছে দেশীয় এই সংস্থা। করোনা যুদ্ধের জন্যে রেমডিসিভিরের সস্তার জেনেরিক সংস্করণ পেল ভারত। সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুয়াযী, এই ওষুধের ১০০ মিলিগ্রামের ভায়ালের দাম পড়বে ভারতীয় মুদ্রায় ২৮০০ টাকা।
ইবোলা সংক্রমণ রুখতে জিলিড সায়েন্সেস প্রথম রেমডিসিভির তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার বাড়বাড়ন্তের সময় আশার আলো হয়ে ওঠে এই ওষুধ। ভারতের সিপলা, জুবিল্যান্ট লাইফ, হেটেরো ড্রাগস এবং মাইলন-নামক সংস্থাকে এই ওষুধের ভারতীয় সংস্করণ তৈরি করার অনুমতি দিয়েছে সংস্থা।
এই ওষুধটির সক্রিয়তা যাচাই করতে করোনা রোগীদের উপর দুটি ধাপে পরীক্ষা চালিয়েছিল জিলিড সায়েন্সস। এক দলকে পাঁচদিন ধরে রেমডিসিভির দেওয়া হয়, অন্য দলটিকে দেওয়া হয় দশদিন। দেখা যায়,করোনার উপসর্গ ১৫ দিন থেকে ১১ দিনে নামিয়ে আনছে রেমডিসিভির। তবে করোনার প্রত্যক্ষ ওষুধ নয় এই রেমডিসিভির। সংক্রমিতের শরীরে করোনার প্রভাব কমাতে পারে এই ওষুধ।
হেটেরো ল্যাবের রেমডিসিভির দাম ছিল প্রতি ভায়াল ৫ হাজার ৪০০ টাকা। সিপলার ওষুধ সিপ্রেমির দাম ছিল ৪০০০ টাকা। সেখানেই এক ধাক্বায় দাম কমল জাইডাস ক্যাডিলার হাত ধরে। এক ভায়াল পাওয়া যাবে মাত্র ২৮০০ টাকায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement