এক্সপ্লোর
Advertisement
কিছু কোভিড-১৯ ভ্যাকসিন পার্সিদের জন্য সংরক্ষিত রাখতে পারেন সিরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা
সারা বিশ্বে করোনাভাইরাসের দাপটের মধ্যে আশার আলো দেখিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন তৈরির প্রয়াসের পরীক্ষায় ইতিবাচক ফলাফল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সম্ভাব্য ভ্যাকসিন উত্পাদনের জন্য অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে হাত মিলিয়েছে ভারতের সিরাম ইন্সস্টিটিউট।
নয়াদিল্লি: সারা বিশ্বে করোনাভাইরাসের দাপটের মধ্যে আশার আলো দেখিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন তৈরির প্রয়াসের পরীক্ষায় ইতিবাচক ফলাফল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সম্ভাব্য ভ্যাকসিন উত্পাদনের জন্য অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে হাত মিলিয়েছে ভারতের সিরাম ইন্সস্টিটিউট। এই সম্ভাব্য ভ্যাকসিনে ৬০ হাজারের মতো ডোজ পার্সিদের জন্য আলাদাভাবে রাখার ব্যাপারে রাজি হয়েছেন সিরাম ইন্সস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়ালা। একটি কমিউনিটি নিউজ লেটার অনুসারে এ কথা জানা গিয়েছে।
পার্সি জাঙ্কসন নিউজ লেটারে জানানো হয়েছে যে, প্রাক্তন বম্বে পার্সি পঞ্চায়েত (বিবিপি) চেয়ারম্যান দিনশ রুসি মেহতা প্রথম ব্যাচে কমপক্ষে ৬০ হাজার ভয়েল পার্সি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত রাখার জন্য অনুরোধ করেছিলেন। পুনাওয়ালা তা মেনে নিয়েছেন।
পুনাওয়ালাকে হোয়াটস্যাপে পাঠানো বার্তায় মেহতা বলেছিলেন, আমরা অতি ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠী, প্রত্যেক পার্সিকে সুরক্ষিত ও স্বাস্থ্যবান রাখতে হবে। বর্তমানে আমাদের সংখ্যা মাত্র ৬০ হাজার। ৪০ জন পার্সি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা ট্যুইটার মারফত বলেছেন, এই সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত ডোজ রাখা হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে আদর এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন যে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রকের অনুমোদন সাপেক্ষে কোম্পানি প্রতি মাসে ৭০ মিলিয়ন ডোজ ও পরে তা বাড়িয়ে ১০০ মিলিয়ন ডোজ উত্পাদনের পরিকল্পনা নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement