বস্তারে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে নিহত এক সিআরপিএফ জওয়ান
ঘটনাটি ঘটে বুধবার সকাল ৬টা নাগাদ বস্তারের পুষ্পলে বাহিনীর ১৯৫ তম ব্যাটালিয়নের শিবিরের কাছে।
![বস্তারে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে নিহত এক সিআরপিএফ জওয়ান CRPF jawan killed in IED blast in Chhattisgarh বস্তারে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে নিহত এক সিআরপিএফ জওয়ান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/31113357/iedjuly31.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রায়পুর: মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে ছত্তীসগড়ের বস্তারে নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে বুধবার সকাল ৬টা নাগাদ বস্তারের পুষ্পলে বাহিনীর ১৯৫ তম ব্যাটালিয়নের শিবিরের কাছে। ছত্তীসগড় পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, মঙ্গলবার রাতে বস্তার ও দান্তেওয়াড়া জেলার জঙ্গলে অভিযান সেরে যখন ফিরছিল একটি প্যাট্রলিং টিম, সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটে। তাতে বিহারের নালন্দা জেলার বাসিন্দা সিআরপিএফ কনস্টেবল রৌশন কুমার (২৩) মারা যান। জানা গিয়েছে, বোদলি গ্রামের কাছে একটি জায়গায় সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। সেখানেই আইইডি পেতে রেখেছিল মাওবাদীরা। ওই জওয়ান অসাবধানতাবশতঃ তার ওপর পা দেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর দেহ। নিহত জওয়ানকে প্রথমে পুষ্পল শিবির পরে সেখান থেকে দান্তেওয়াড়ার বরসুরে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পর গোটা এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করেছে বাহিনী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)