এক্সপ্লোর
Advertisement
দাদরি হত্যা: শিগগিরই চাকরি পেতে পারে আখলাকের হত্যায় অভিযুক্তরা
লখনউ: দাদরিতে মহম্মদ আখলাকের হত্যায় অভিযুক্তরা শিগগিরই চাকরি পেতে পারে। যারা জামিন পেয়ে গিয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করছে বিজেপি। স্থানীয় বিধায়ক তেজপাল সিংহ নাগর এ কথা জানিয়েছেন।
২০১৫-র ২৯ সেপ্টেম্বর গোমাংস রাখার অভিযোগে আখলাককে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। ঘটনার অন্যতম অভিযুক্ত রবি শিশোদিয়া জেলবন্দি থাকাকালীন কিডনির গন্ডগোলে মারা যায় লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে। তার পরিবারকে ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। এছাড়াও নাগর জানিয়েছেন, অন্যান্য সুযোগ সুবিধেও পাবে ওই পরিবার।
আখলাক হত্যায় যে ১৮ জন অভিযুক্ত, রবি তাদের অন্যতম।
নাগর বলেছেন, অন্য যারা ওই ঘটনায় জামিন পেয়ে গিয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করছেন তাঁরা। দাদরির ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থায় তারা কাজ করবে। শোনা গিয়েছে, আখলাকের ঘটনার আগে কয়েকজন ওই সংস্থাগুলিতে চাকরি করছিল। কিন্তু খুনের অভিযোগ ওঠায় তাদের বরখাস্ত করা হয়। নাগর জানিয়েছেন, আগামী ২ মাসের মধ্যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে।
আখলাকের ভাই মহম্মদ জান বলেছেন, পরিবারের পাশে দাঁড়াতে কেউ যদি চাকরি করে তাতে তাঁদের আপত্তি নেই। কিন্তু আখলাকের খুনের মামলার শুনানি দ্রুত হওয়া জরুরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement