DDC Election Results: কাশ্মীরে জয়ের পথে গুপকর জোট, একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি
জম্মু-কাশ্মীর মিলিয়ে ডিডিসি-র ২৮০টি আসনে ভোট ছিল। ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে মোট আট দফায় ভোট হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে সোমবার থেকে ভোট গণনা শুরু হয়েছিল।
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি)একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে উঠল বিজেপি। মোট ২৮০ আসনের মধ্যে ২৭৩ আসনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি পেয়েছে ৭৪টি আসন। ফারুখ আবদুল্লার নেতৃত্বাধীন গুপকর জোট পেয়েছে ১১০টি আসন।
জম্মু-কাশ্মীর মিলিয়ে ডিডিসি-র ২৮০টি আসনে ভোট ছিল। ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে মোট আট দফায় ভোট হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে সোমবার থেকে ভোট গণনা শুরু হয়েছিল।
স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়া রেকর্ড করার বন্দোবস্ত করেছে প্রশাসন। এখনও পর্যন্ত ঘোষিত আসনের মধ্যে ফারুখ আবদুল্লার গুপকর জোট পেয়েছে ১১০টি আসন।
ভালো ফল করার পরে গুপকর জোট নেতৃত্বের গলায় আত্মতুষ্টির সুর শোনা গিয়েছে। জোটের তরফে বলা হয়েছে, ৩৭০ ধারা বাতিল করার মতো কেন্দ্রের অসাংবিধানিক সিদ্ধান্তের বহিঃপ্রকাশ ভোটের এই ফলাফল।
পিডিপি প্রেসিডেন্টের ট্যুইট প্রতিক্রিয়া, ’’৩৭০ ধারা রদ করার মতো সিদ্ধান্তকে মানুষ যে ভাল ভাবে নেয়নি, এই ভোটের ফল তাই বলে। সেই জন্য তারা এ ভাবে @JKPAGD সমর্থন জানিয়েছে।‘‘
কংগ্রেসও স্বাগত জানিয়েছে ফলকে। বিজেপিকে প্রত্যাখ্যান করার মতো সাহস দেখানোর জন্য জম্মু-কাশ্মীরের ভোটারদের ধন্যবাদ জানিয়েছে শতাব্দীপ্রাচীন এই দল।
২৫ আসন পেয়েছে কংগ্রেস। ১২ আসন গিয়েছে আপনি পার্টির দখলে। ৪৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১২ আসন জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বিরোধীরা তির্যক মন্তব্য করলেও এই প্রথম কাশ্মীরে আসন পেয়েছে গেরুয়া শিবির। একক সংখ্যাগরিষ্ঠ দলের কৃতিত্বও গিয়েছে তাদের ঝুলিতে। বিজেপি পেয়েছে ৭৪ আসন।
শ্রীনগরের জেলা উন্নয়ন পরিষদের খনমোহ-২ আসন জয়লাভ করেছেন বিজেপির আইজাজ হুসেইন। বান্দিপোরার মতো অঞ্চলে তুলেল আসনে জয় গেরুয়া শিবিরকে বাড়তি উৎসাহ দিয়েছে।
এখানে জয়ী হয়েছেন আইজাজ আহমেদ খান। বিজেপির এই জয়কে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিজেপির হয়ে জম্মু-কাশ্মীরের দায়িত্বে থাকা অনুরাগ বলেন, ’’মানুষকে ভয় দেখানো সত্ত্বেও জনতা ভোট দিয়েছেন। এটা গণতন্ত্রের জয়। প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন ছিল একেবারে নিচুতলাতেও ভোট হোক জম্মু-কাশ্মীরে। সেই স্বপ্ন এতদিনে সফল হয়েছে।‘‘
এক নজরে জম্মু-কাশ্মীর ভোটের ফলাফল( শেষ পাওয়া খবর অনুযায়ী)
বিজেপি ৭৪
এনসি ৬৬
নির্দল ৪৯
পিডিপি ২৬
কংগ্রেস ২৫
জেকেএপি ১২
জেকেপিসি ৮
সিপিআই(এম)৫
জেকেপিএম ৩
পিডিএফ ২
জেকেএনপিপি২
বিএসপি ১