এক্সপ্লোর
Advertisement
মোমো খাওয়ার বায়না করায় ৬ বছরের ছেলেকে নালায় ধাক্কা মেরে ফেলে দিল বাবা
নয়াদিল্লি: ছ বছরের ছেলের অপরাধ ছিল সে বাবার কাছে মোমো খাওয়ার বায়না করেছিল। এই সামান্য কারণে, ছোট্ট ছেলেটাকে সকলের চোখের সামনে রাস্তার ধারের নালায় ফেলে দিল বাবা। এরপর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেবেলা দক্ষিণ-পূর্ব দিল্লির জতৈপুর এলাকায়। রবিবার দুপুরে ছেলেটির দেহ উদ্ধার হয়।
অভিযুক্ত ব্যক্তি সঞ্জয় আলউই মদনপুরের ভাঙার কলোনির বাসিন্দা। সঞ্জয় পুলিশি জেরায় জানিয়েছেন, তিনি পেশায় একজন অটো চালক। ২০০৪ সালে তাঁর বিয়ে হয়, তিনটি সন্তান রয়েছে তাঁর। অয়ন ছিল তাঁর সবচেয়ে ছোট ছেলে। জেরায় অভিযুক্ত আরও জানিয়েছেন, শনিবার সন্ধেবেলা ক্রমাগত মোমোর জন্যে বায়না করছিল অয়ন। মাথা গরম হয়ে যাওয়ায় ছেলেকে ধাক্কা দিয়ে নালায় ফেলে দেন তিনি।
প্রসঙ্গত, সঞ্জয়ের মারাত্মক মদের নেশা রয়েছে। সেইজন্যে ২০১৩ সালে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। বর্তমানে সঞ্জয়ের স্ত্রী তাঁদের তিন সন্তানকে নিয়ে সোনপাতে নিজের মা-বাবার কাছে থাকতেন। তামধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement