এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে কাল থেকে ফের জাঠ বিক্ষোভ, মোকাবিলায় ১৪৪ ধারা, রাস্তা, মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত পুলিশের
নয়াদিল্লি: সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে কাল থেকে ফের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে সর্বভারতীয় জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতি। তারা মিছিল করে সংসদে যাওয়ার কথাও ঘোষণা করেছে। এই আন্দোলনের জেরে যাতে দেশের রাজধানীতে কোনওরকম বিশৃঙ্খলা, অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করার লক্ষ্যে আজ রাত থেকেই বিভিন্ন রাস্তা এবং মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পাশাপাশি দিল্লিতে ১৪৪ ধারাও জারি করার হচ্ছে।
আজ রাত আটটা থেকেই বিভিন্ন রাস্তায় বন্ধ করে দেওয়া হবে যান চলাচল। মধ্য দিল্লির ১২টি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হবে। রাত সাড়ে এগারোটা থেকে দিল্লি সীমান্তের বাইরে যাবে না কোনও মেট্রো। ফলে গুরুগ্রামের ইয়েলো লাইন স্টেশন, নয়ডার ব্লু লাইন স্টেশন এবং ফরিদাবাদের ভায়োলেট লাইন স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
রাস্তা বন্ধ করা এবং মেট্রোরেল নিয়ন্ত্রণের পাশাপাশি বাইরে থেকে দিল্লিতে লোকজনের আসার উপরেও নিয়ন্ত্রণ জারি করার পরিকল্পনা করেছে পুলিশ। আজ রাত সাড়ে এগারোটার পর থেকে কাদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে, সেই তালিকা তৈরি করা হয়েছে। দিল্লির বাসিন্দা, বিভিন্ন অফিসে কর্মরত ব্যক্তি, জরুরি পরিষেবা, অ্যাম্বুল্যান্স, দমকল, স্কুল বাস, জরুরি কাজে আসা ব্যক্তি, পরীক্ষা বা চাকরির ইন্টারভিউয়ের জন্য আসা ব্যক্তিদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে। এছাড়া বাকি সবাইকে আটকে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement