নোট বাতিলকে স্বৈরতান্ত্রিক পদক্ষেপ, বিশ্বাসভঙ্গের সামিল বলে কেন্দ্রকে আক্রমণ অমর্ত্য সেনের
নয়াদিল্লি: নোট বাতিলের সিদ্ধান্তকে ‘স্বৈরতান্ত্রিক পদক্ষেপ’ এবং ‘বিশ্বাসভঙ্গের সামিল’ বলে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অর্মত্য বলেন, এর (ডিমোনেটাইজেশন) ফলে টাকাকে দুর্বল হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুর্বল হয়েছে এবং সর্বোপরি বিশ্বাসের ওপর নির্ভরশীল দেশের অর্থনীতি দুর্বল হয়েছে। এর থেকে স্পষ্ট, এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক পদক্ষেপ।
নোট বাতিলের ফলে অর্থনীতির ওপর কী প্রভাব পড়বে, সেই নিয়ে জানান অমর্ত্য। অর্থনীতিবিদের মতে, এটা বিশ্বাসের অর্থনীতির চরম আঘাত। গত ২০ বছরে, দেশের উন্নতি খুব ভাল হচ্ছিল। যার অধিকাংশই ছিল মুখের কথার ওপর নির্ভর করে।
এইভাবে স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়ে প্রথমে প্রতিশ্রুতি দিয়ে পরে বলা যে তা পূরণ করা হবে না, এটা বিশ্বাসের শিকড়ে আঘাত করা। নিজেকে পুঁজিবাদের অসমর্থক বলে উল্লেখ করেও তিনি যোগ করেন, ব্যবসায় বিশ্বাস বজায় রেখে পুঁজিবাদ অতীতে বহু সাফল্যতা লাভ করেছে। কিন্তু, কোনও সরকার যদি নোটে প্রতিশ্রুতি দিয়ে তা প্রত্যাহার করে, তাহলে তা ‘স্বৈরতান্ত্রিক পদক্ষেপ’ হিসেবেই গণ্য হবে।