এক্সপ্লোর
Advertisement
অজুহাত না দিয়ে ব্যর্থতা স্বীকার করুন, মোদীকে তোপ রাহুলের
নয়াদিল্লি: সরকারের আর্থিক নীতির সমালোচকদের গতকাল একহাত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমালোচকদের হতাশাগ্রস্ত বলে তোপ দেগেছিলেন। এর পাল্টা জবাব দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। দুদিনের অমেঠি সফরের দ্বিতীয় দিনে রাহুলের পরামর্শ, সমালোচকদের দোষ দেওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রীর মেনে নেওয়া উচিত যে, সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।
আর্থিক নীতি নিয়ে শুধু বিরোধীদেরই নয়, দলের অন্দরেও সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। রাহুল এদিন বলেছেন, অজুহাত না দিয়ে প্রধানমন্ত্রীর মেনে নেওয়া উচিত, তিনি ব্যর্থ হয়েছেন। এখন প্রধানমন্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা ও কৃষকদের জন্য কিছু করার প্রয়োজন হয়ে পড়েছে।
তিনি বলেছেন, দেশে এখন প্রধান দুটি সমস্যা রয়েছে। প্রতিযোগিতা শুধু চিনের সঙ্গে। চিন প্রতিদিন ৫০ হাজার তরুণকে কাজ দেয়। মোদী সরকার মাত্র ৪৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে। অথচ দেশে প্রতিদিন ৩০ হাজার কর্মসংস্থানের প্রয়োজন। এই কর্মসংস্থান তৈরি করতে পারছে না মোদী সরকার।
রাহুলের দাবি, বিজেপি সরকার ইউপিএ সরকারের প্রকল্প নিজেদের বলে চালানোর চেষ্টা করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement