(Source: ECI/ABP News/ABP Majha)
প্লাস্টিকের পতাকা ব্যবহার করবেন না, দেশবাসীকে আর্জি কেন্দ্রের
নয়াদিল্লি: সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগে, প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহার না করতে দেশবাসীকে আর্জি জানাল কেন্দ্র। একইসঙ্গে, পতাকার নির্দিষ্ট নিয়মাবলি অনুসরণ করতে সবকটি রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলকে নির্দেশ দিল সরকার।
মঙ্গলবার, রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলগুলিকে পাঠানো নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, জাতীয় পতাকা দেশবাসীর আশা ও আকাঙ্খার প্রতীক। তাই পতাকার যথাযথ সম্মান প্রাপ্য।
নির্দেশিকায় বলা হয়েছে, অতীতে লক্ষ্য করা হয়েছে যে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময়ে কাগজের বদলে প্লাস্টিকের তৈরি পতাকা ব্যবহার করা হচ্ছে।
যেহেতু, প্লাস্টিকের পতাকা কাগজের মতো জৈব-বিয়োজ্য নয়, তাই দীর্ঘ সময়ে পার করেও সেগুলিতে পচন ধরে না। অন্যদিকে, প্লাস্টিকের তৈরি পতাকাকে বর্জ্য হিসেবে সাফাই করলে, আখেরে পতাকার অসম্মান হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, ২০০২ সালের ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অনুযায়ী গুরুত্বপূর্ণ জাতীয়, সংস্কৃতি এবং ক্রীড়া অনুষ্ঠানে যেন স্রেফ কাগজের তৈরি পতাকাই ব্যবহার করা হয়। আর ব্যবহারের পর যেন সেই পতাকা কোনও ভাবে মাটিতে ফেলে দেওয়া না হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, ব্যবহারের পর কাগজের পতাকাগুলিকে মর্যাদা দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্লাস্টিকের পতাকা না ব্যবহার করার আর্জি জনসাধারণকে জানিয়ে বিভিন্ন মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন দিতে রাজ্যগুলিকে নির্দেশও দিয়েছে কেন্দ্র।