এক্সপ্লোর
Advertisement
১,৬০,০০০ টাকা ! ২০০০-এর নোটের গোছা নাড়িয়ে উল্লাস অনাবাসী ভারতীয়র
নয়াদিল্লি: দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও যখন মিলছে না টাকা, হন্যে হয়ে ব্যাঙ্কে, এটিএম-এ ছোটাছুটি করছেন সাধারণ মানুষ, তখন কি না বুক ফুলিয়ে গোছা গোছা ২০০০ টাকার নোট নাড়াতে দেখা গেল দুবাইয়ের এক অনাবাসী ভারতীয় ব্যবসায়ীকে!
ওই ব্যবসায়ীর নাম এমকে লতিফ। কেরলের কোঝিকোরে জেলার বাসিন্দা তিনি। বিভিন্ন দেশের নোট সংগ্রহই তাঁর শখ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ভারতীয় বন্ধুদের কাছ থেকে ওই ২,০০০ টাকার নোটগুলি পেয়েছেন তিনি। সবসুদ্ধু তাঁর কাছে ১,৬০,০০০ টাকা মূল্যের ২০০০-এর নোট রয়েছে।
লতিফ বলেন, ভারতের বিভিন্ন প্রান্তে তাঁর অনেক বন্ধু রয়েছেন। তিনি একটি কাজে কেরলে এসেছিলেন। তখনই তাঁদের কাছ থেকে নোটগুলি সংগ্রহ করে নেন। কিন্তু একসঙ্গে এত টাকা কী করে পেলেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, এক একজন বন্ধুর কাছ থেকে ২৫,০০০ করে টাকা পেয়েছেন। তিনি বলেন, লোকজনের যেমন স্ট্যাম্প, কয়েন সংগ্রহ করার নেশা থাকে, আমার তেমন নোট সংগ্রহ করার নেশা।
সবরকমের নোট নয়, বন্ধু-বান্ধব, তারকা, রাজনীতিবিদদের জন্মদিনের তারিখ মিলিয়ে ওই নম্বরের নোট সংগ্রহও করাও তাঁর নেশা। উল্লেখ্য, ভারতীয় নোটে ছয় সংখ্যার নম্বর থাকে। তার সঙ্গে মিল থাকে জন্মদিনের(DD/MM/YY)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমান চান্ডি, সঙ্গীতশিল্পী কেজে জেসুদাস, লেখক চেতন ভগত, অভিনেতা মাম্মুতি সহ বহু তারকার জন্মদিনের তারিখের সঙ্গে মেলানো নম্বরের নোট রয়েছে লতিফের কাছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement