এক্সপ্লোর
Advertisement
দল থেকে ইস্তফার কথা জানানোর কয়েকদিন পরেই এইমসে প্রয়াত প্রবীণ আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ
দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিংহ। তিনি আইসিইউ-তে ভেন্টিলেশনে ছিলেন। করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি। যদিও পরে সংক্রমণ সারিয়ে উঠেছিলেন।
নয়াদিল্লি: দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিংহ। তিনি আইসিইউ-তে ভেন্টিলেশনে ছিলেন। করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি। যদিও পরে সংক্রমণ সারিয়ে উঠেছিলেন। দীর্ঘদিন ধরেই দলের ওপর অসন্তুষ্ট ছিলেন এই প্রবীণ আরজেডি নেতা। সম্প্রতি দল থেকে ইস্তফার কথা জানিয়েছিলেন তিনি। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর ইস্তফা আরজেডি-র কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করা হয়েছিল।
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে লেখা চিঠিতে রঘুবংশ জানিয়েছিলেন, 'জননায়ক কর্পূরী ঠাকুরের মৃত্যুর ৩২ বছর আপনার পাশে ছিলাম। কিন্তু আর নয়। দলের নেতা, কর্মী ও সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমাকে ক্ষমা করবেন'।
লালুপ্রসাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রঘুবংশ। ইস্তফার ঘোষণার পর তাঁর ক্ষোভ সামলানোর চেষ্টা করেন লালুপ্রসাদ। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ রঘুবংশকে চিঠি লেখেন। আরজেডি প্রধান বলেন, 'আপনি সুস্থ হয়ে উঠলে আমরা কথা বলব। আপনি কোথাও যাচ্ছেন না'।
লালুপ্রসাদ লিখেছিলেন, 'আপনার লেখা তথাকথিত একটি চিঠি সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে। এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমরা চার দশক রাজনৈতিক, সামাজিক , এমনকি পারিবারিক বিষয়েও একসঙ্গে বলে আলোচনা করেছি। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এরপর আমরা কথা বলব। আপনি কিন্তু কোথাও যাচ্ছেন না। এটা মনে রাখবেন'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement