এক্সপ্লোর
Advertisement
পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড বাবার
নয়াদিল্লি: মদ্যপান করে পাঁচ বছরের শিশুকন্যার যৌননিগ্রহর অপরাধে ১০ বছরের কারাদণ্ড বাবার। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক গুরদীপ সিংহ ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেছেন। বিচারক বলেছেন, নিজের পাঁচ বছরের মেয়েকেই ধর্ষণ করেছিল দোষী।
স্ত্রী মারা যাওয়ার পর সাজাপ্রাপ্ত গয়নার বাক্স তৈরির কারখানায় মেয়েকে নিয়ে থাকতেন। ২০১৪-র ১৪ নভেম্বর ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় নিজের মেয়েকে ধর্ষণ করে। এরপরের দিন ওই শিশুকন্যা বাবার মালিককে সব কথা খুলে বলে। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মেয়েটি মালিকের কথায় বাবাকে ফাঁসাতে মিথ্যে সাক্ষ্য দিয়েছে, এমন যুক্তি সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারক। তিনি বলেছেন, মায়ের মৃত্যুর পর মেয়েটি বাবার কাছেই ছিল। একজন বাইরের লোকের কথামতো তার বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়েরের কোনও কারণই থাকতে পারে না। দোষীর মালিকের শেখানো কথা বলে মেয়েটি বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না বলেও মন্তব্য করেছেন বিচারক। কারণ, মালিককে মেয়েটি প্রথমবার দেখেছে মাত্র আগে।
মেয়েটিকে সাড়ে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement