এক্সপ্লোর
পশুখাদ্য কেলেঙ্কারি: ফের পিছল লালুপ্রসাদের সাজা ঘোষণা, হতে পারে শুক্রবার

রাঁচি: ফের পিছল পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদব সহ ১৬ জনের সাজা ঘোষণা।
রাঁচির বিশেষ সিবিআই আদালতে আজ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদব সহ ১৬ জনের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু এদিন তা একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। সিবিআই আদালত সম্ভবত আগামীকাল এই মামলায় সাজা ঘোষণা করবে।
এর আগে, রায় ঘোষণার কথা ছিল মঙ্গলবার। কিন্তু ২ আইনজীবীর মৃত্যুর খবর আসায় আদালতের কাজকর্ম দিনের মত বন্ধ রাখা হয়। এদিন ফের তা পিছিয়ে গেল।
কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২৩ ডিসেম্বর আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করে। তবে মুক্তি পান বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৭ জন।
লালু এই মুহূর্তে রাঁচির বিরসা মুন্ডা জেলে বন্দি। ওয়াকিবহাল মহলের ধারণা, তাঁর সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, বিহার রাজনীতি বিশেষত আরজেডির ভবিষ্যৎ। এই মামলায় তাঁর সর্বাধিক সাজা হতে পারে ৭ বছরের কারাবাস।
৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলার অন্যতম মামলা হল দেওঘর কোষাগার থেকে ৮৯ লক্ষ ২৭ হাজার টাকা জালিয়াতির ঘটনা। এই মামলায় লালু সহ ১৬ জনকে আদালত দোষী সাব্যস্ত করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
