এক্সপ্লোর
Advertisement
সার্চ মারলেই মিলবে তথ্য, বর্ষায় বন্যা সতর্কতার জন্য ভারতে বিশেষ ফিচার গুগলের
ভারতের বন্যাদুর্গত এলাকার জন্য এবার বিশেষ ফিচার আনল গুগল। বন্যা সম্পর্কিত কোনও সাধারণ প্রশ্ন গুগলে সার্চ করলেই এবার আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে সব তথ্য। সংশ্লিষ্ট এলাকার বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য, সম্ভবনা, কী-ওয়ার্ডস, ও বিশেষ সুরক্ষা সম্পর্কিত তথ্য দেবে গুগল।
নয়াদিল্লি: ভারতের বন্যাদুর্গত এলাকার জন্য এবার বিশেষ ফিচার আনল গুগল। বন্যা সম্পর্কিত কোনও সাধারণ প্রশ্ন গুগলে সার্চ করলেই এবার আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে সব তথ্য। সংশ্লিষ্ট এলাকার বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য, সম্ভবনা, কী-ওয়ার্ডস, ও বিশেষ সুরক্ষা সম্পর্কিত তথ্য দেবে গুগল।
বর্ষার মরসুমে বন্যাকবলিত হয় ভারতের একাধিক রাজ্য়। বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অসম-সহ নানা জায়গায় প্রায় প্রতি বছরই কম বেশি বন্যা হয়। বেশিরভাগ ক্ষেত্রে নদী সংলগ্ন অঞ্চলই বন্যার কবলে পড়ে বেশি। বর্ষায় নদীর জল বেড়ে যাওয়ার ফলেই বন্যা হয়।
গুগল জানাচ্ছে, মোবাইলের লোকেশন অন করে রাখলেই গুগল জানিয়ে দেবে সেই অঞ্চলে বন্যার সম্ভবনা, ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। এমনকি বন্যা সংক্রান্ত কোনও সতর্কতা দেওয়ার হলেও গুগল পাঠাবে বিশেষ অ্যালার্ট। আপাতত বাংলা, হিন্দি ও ইংরাজিতে সমস্ত তথ্য দেবে গুগল। গুগল ম্যাপ জুম করে দেখলে সেখানে ওয়াটার লেবেল মার্ক থাকবে। এর ফলে জল স্তর বোঝার সুবিধা হবে।
গুগল বলছে, এর ফলে একদিকে যেমন নিজে সতর্ক থাকা যাবে, তেমনই দূরে থাকা আত্মীয় পরিজনদেরও সুরক্ষার ব্যবস্থা করা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement