এক্সপ্লোর
Advertisement
অগুস্তা ওয়েস্টল্যান্ড: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওড়াল কেন্দ্র
নয়াদিল্লি: ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অগুস্তা ওয়েস্টল্যান্ড সংস্থার গোপন বোঝাপড়া হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র। এক বিবৃতিতে সরকার স্পষ্ট বলেছে, দুর্নীতিই হল চপার কাণ্ডের আসল ইস্যু, অকারণে অন্য কথা বলে অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্রের নাম যেভাবে চপার কাণ্ডের এক অভিযুক্তের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে তাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে কেন্দ্র জানিয়েছে।
চপার কাণ্ডে পুরোপুরি বেকায়দায় পড়া কংগ্রেসের নয়া প্রশ্ন, দু’বছর সরকারে থেকেও কেন অগুস্তা কাণ্ডে ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মোদী ও অপরাধী সংস্থাটির মধ্যে তলে তলে বোঝাপড়া হয়েছে বলে তাদের অভিযোগ। জবাবে কেন্দ্রীয় সরকার মন্তব্য করেছে, যারা প্রধানমন্ত্রীর সাফল্য দেখতে পারছে না, তারাই মানুষের নজর অন্যদিকে ঘোরাতে এ ধরনের ‘গোপন বোঝাপড়া’র ইঙ্গিত দিচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও খারাপ উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে এমন কোনও ঘটনাই ঘটেনি। অগুস্তা কাণ্ডের তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অথচ দুর্নীতিগ্রস্তরা কীভাবে গোটা প্রক্রিয়া ফোঁপরা করে দিয়ে দেশের নিরাপত্তা বিকিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তা নিয়ে অভিযোগকারীদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। নিজেদের দুর্নীতির কথা এরা তো স্বীকার করছেই না, উল্টে বড় গলায় বলছে, পারলে আমাদের ধর।
কেন্দ্র আরও জানিয়েছে, অগুস্তা কাণ্ডের আসল সত্য সামনে আনতে সবরকম ব্যবস্থা নিয়েছে সরকার, আসল অপরাধীদের শায়েস্তা করতে তারা সবরকম চেষ্টা করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement