এক্সপ্লোর
বিরোধী মহাজোট নৈরাজ্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা দেবে, ‘রাম’ আর ‘রুটি’কে মর্যাদা দিয়েছে বিজেপি, অখিলেশ-মায়াবতী জোটকে আক্রমণ আদিত্যনাথের

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে ২০১৯ এর লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টির জোট গঠনের ঘোষণাকে কটাক্ষ যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীরা যে মহাজোটই করুন, তাতে নৈরাজ্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকের ফাঁকে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যারা পরস্পরকে পছন্দই করত না, তারা এখন মহাজোটের কথা বলছে। এটা দুর্নীতি, নৈরাজ্য, রাজনৈতিক অস্থিরতার জোট। বিজেপি সমাজের সব অংশের উন্নয়নে গুরুত্ব দেয়, মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে, ‘রাম’ আর ‘রুটি’কে মর্যাদা দিয়েছে বলেও অভিমত জানান তিনি। কংগ্রেসকেও রেহাই দেননি আদিত্যনাথ, ওই দল একটি বিশেষ পরিবারের স্বার্থ দেখেছে, জাতপাত ও আঞ্চলিকতায় মদত দিয়ে দেশকে ৫০ বছর অচল করে রেখেছে বলে অভিযোগ করেন। একইসঙ্গে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি দেশকে বদ্ধদশা থেকে মুক্ত করেছে সুশাসন ও সমাজের সব অংশের জন্য উন্নয়নমূলক প্রকল্প চালু করে। আসন্ন লোকসভা ভোটে ২০১৪র চেয়ে ও বিজেপি ভাল ফল করবে, মোদির নেতৃত্বে একটি শক্তিশালী, যোগ্য সরকার ফের তৈরি হবে বলেও দাবি করেন আদিত্যনাথ। বলেন, গ্রামের কোনও মহিলা, সেনা জওয়ান, কোনও চাষি বা যুবক-যে কোনও নিরপেক্ষ মানুষকে প্রশ্ন করুন, সবাই বলবেন ‘কহো দিল সে, মোদি ফির সে’। মোদি সরকারের সাফল্যের ফিরিস্তি দিয়ে আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আস্থা, আত্মবিশ্বাস অর্জন করেছে, এই সরকারের চার বছরের শাসনে জাতীয়তাবাদ, উন্নয়ন ও সুশাসন দেশকে নতুন দিশা দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















