এক্সপ্লোর
বাতিল নোটে এক কোটি টাকা উদ্ধার করল হরিয়ানা পুলিশ

চণ্ডীগড়: বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটে এক কোটি টাকা উদ্ধার করল হরিয়ানার পুলিশ। পানিপথের সমালখান শহর থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। পানিপথের পুলিশ রাহুল শর্মা জানিয়েছেন, ‘শোনিপথ জেলার দাতাউলি গ্রাম থেকে অরবিন্দ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেন পানিপথের এক ব্যক্তি। এরপরেই আমরা তল্লাশি চালিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোটে এক কোটি টাকা উদ্ধার করেছি।’ গ্রেফতার হওয়া অরবিন্দ দাবি করেছে, সে এক ব্যক্তিকে সম্পত্তি দেওয়ার পরিবর্তে ওই টাকা নিয়েছিল। তার এই দাবি কতটা সত্যি, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















