এক্সপ্লোর
হউজ খাসে লিফ্ট দেওয়ার নামে উত্তর-পূর্বের তরুণীকে ধর্ষণ, গ্রেফতার এক

নয়াদিল্লি: হউজ খাস গ্রামে ২৪ বছরের উত্তর-পূর্ব ভারতের তরুণীর ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। চন্দ্র বিহারের বাসিন্দা ওই অভিযুক্তকে গতকাল রাতে চিহ্নিত করা হয় বলে পুলিশ জানিয়েছে।অভিযুক্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ, পুলিশের স্থানীয় চর ও পার্কিং অ্যাটেন্ড্যান্ট এবং ডিয়ার পার্কের নিরাপত্তা রক্ষী ও এলাকার দোকানদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চালাচ্ছে। গত ১৮ ফেব্রুয়ারি ওই তরুণী হউজ খাস গ্রামে নিগ্রহের শিকার হন। বন্ধুবান্ধবদের সঙ্গে একটি পার্টি সেরে ফেরার পথে তাঁকে ধর্ষণ করা হয়। ওই তরুণী জানিয়েছেন, এক অপরিচিত ব্যক্তি তাঁকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। ওই ব্যক্তি তাঁকে বলে, তার গাড়ি পার্কের একটু দূরে রয়েছে। সেখানে নিয়ে যাওয়ার নাম করে ওই দুষ্কৃতী একটি নির্জন স্থানে তরুণীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















