বিএসএফে খাবারের গুণমান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: বিএসএফ জওয়ানদের বরাদ্দ খাবারের গুণগত মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্টেটাস রিপোর্ট তলব করল দিল্লি হাইকোর্ট।
একইসঙ্গে, জবাব চেয়ে সবকটি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী—যথাক্রমে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-কেও নোটিস পাঠিয়েছে প্রধান বিচারপতি জে রোহিনী এবং বিচারপতি সঙ্গীতা ঢিংরা সেহগালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
এদিন শুনানিতে বিএসএফ-এর হয়ে সওয়াল করা সরকারি কৌঁসুলি জানান, জওয়ান তেজ বাহাদুর যাদবের তোলা অভিযোগের প্রেক্ষিতে বাহিনী ওই জায়গায় গিয়ে পরীক্ষা করে দেখেছে। তাঁর দাবি, জওয়ানের আনা অভিযোগের স্বপক্ষে কোনও কিছুই মেলেনি।
জবাবে, আদালত বিএসএফ-কে নির্দেশ দেয়, তাদের তদন্তে উঠে আসা তথ্যের বিস্তারিত রিপোর্ট আগামী শুনানির দিন বেঞ্চের সামনে পেশ করতে। যদিও, অভিযোগকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে কি না সেই সংক্রান্ত কোনও নির্দেশ বিএসএফ-কে দেয়নি হাইকোর্ট।