নোট আকালের সময়ে কয়েকজনের কাছে কোটি কোটি টাকা কীভাবে, কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মোদী সরকার। বৃহস্পতিবারের শুনানিতে সর্বোচ্চ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়, কাকে কত টাকা দেওয়া হবে এ নিয়ে কি কোনও নীতি আছে? সবাইকে যদি নতুন নোট দিতে না পারেন, তা হলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অন্তত পুরনো নোট ব্যবহারের অনুমতি দিন! প্রসঙ্গত বৃহস্পতিবার মাঝরাত থেকে বাজারে পুরোপুরি নিষিদ্ধ পুরনো ৫০০ টাকার নোট। এত দিন ওষুধ কেনা-সহ কয়েকটি ক্ষেত্রে এই নোট ব্যবহারের উপরে ছাড় দিয়েছিল মোদী সরকার। সেই ছাড়ের দিন শেষ। শুক্রবার থেকে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা দেওয়া যাবে পুরনো ৫০০ টাকার নোট। এদিকে, মানুষ এখনও টাকার জন্য লম্বা লাইনে দাঁড়ালেও, কারোর বাথরুম থেকে তো কারোর তোষকের তলা থেকে, আবার কারোর গাড়ি থেকে তো কারোর আবার বাড়ির লকার থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার নতুন নোট। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট এ দিন জানতে চায়, মানুষ যেখানে কয়েক হাজার টাকা পাচ্ছে না, সেখানে কয়েকজনের থেকে কীভাবে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মচারীদের একাংশের যোগসাজশ সামনে এসেছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কের ২ জন ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রের হয়ে মুকুল রোহতাগি এও দাবি করেন, আর তো ১৪ দিন! তারপর সব স্বাভাবিক হয়ে যাবে। ৭০ বছরের সমস্যা মেটাতে ৭০ দিন তো লাগবেই! এখনও পর্যন্ত বাজারে ৫ লক্ষ কোটি টাকা মূল্যের নতুন নোট চলে এসেছে। ১০০ ও তার কম মূল্যের নোট মিলিয়ে আড়াই লক্ষ কোটি টাকা আগে থেকেই রয়েছে। অর্থাৎ বাজারে চলার মতো এখন সাড়ে সাত লক্ষ কোটি টাকা রয়েছে। এ দিনের শুনানিতে নোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু থেকে শুরু করে ডিজিট্যাল লেনদেনের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সব বিষয় বিবেচনা করেই রায় দেওয়া হবে।