এক্সপ্লোর
Advertisement
আইন ভাঙলে এবার থেকে রাস্তায় ৫ ঘন্টা দাঁড়িয়ে ট্র্যাফিক সামলাতে হবে
হায়দরাবাদ: ট্র্যাফিক আইন না মেনে গাড়ি চালালে এখন থেকে রাস্তায় রোদে দাঁড়িয়ে ট্র্যাফিক সামলাতে হবে, নয়া এই নির্দেশিকা জারি করেছে হায়দরাবাদের এক নিম্ন আদালত। ট্র্যাফিক আইন না মেনে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো এখন খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে। ভারতের প্রতিটি শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে প্রতিদিন গড়ে প্রায় ১০ জন আহত ও ১০ জনের মৃত্যু হয়। এই ধরনের দুর্ঘটনাকে এড়াতে পুলিশের তরফে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কিছুই তেমন ফলপ্রসূ হয়নি। এবার আদালতের নির্দেশিকায় হায়দরাবাদে এই অভিনব পন্থা নেওয়া হল।
হায়দরাবাদের ওই নিম্ন আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা ট্র্যাফিক আইন ভাঙেন তাঁদের শাস্তি দেওয়ার জন্যেই এই কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাফিক সামলানোটা কতটা কঠিন কাজ সেটাও এর মাধ্যমে বোঝানো যাবে।
উল্লেখ্য সোমবারই প্রায় ১০০জনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে আটক করে পুলিশ। এরমধ্যে ৩১ জনকে গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ ঘন্টা করে ট্র্যাফিক সামলানোর দায়িত্ব দেওয়া হয়। পুলিশের ধারণা এরপর মানুষ বুঝবে আইন না মেনে গাড়ি চালানোটা কত বড় অপরাধ এবং বারংবার আইন ভেঙে পথচারীকে ধাক্কা দেওয়াটা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement