এক্সপ্লোর
Advertisement
প্রাচীন ভারতে দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, লক্ষ্মী অর্থমন্ত্রী, দাবি বেঙ্কাইয়ার
মোহালি: প্রাচীন ভারতে দেবী দুর্গা প্রতিরক্ষামন্ত্রী ও দেবী লক্ষ্মী অর্থমন্ত্রী ছিলেন। পঞ্জাবের মোহালিতে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস লিডারশিপ সামিটে এমনই দাবি করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, ‘পুরাণ থেকে আমরা জানতে পারি, সরস্বতী ছিলেন শিক্ষামন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ছিলেন দুর্গা এবং অর্থমন্ত্রী ছিলেন লক্ষ্মী দেবী।’
দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর কথা উল্লেখ করে মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেছেন উপরাষ্ট্রপতি। তিনি বলেছেন, ভারতের দর্শন ও সংস্কৃতিতে মহিলাদের সমানাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেশের প্রধান পাঁচটি নদীর নাম গঙ্গা, যমুনা, কাবেরী, নর্মদা, মহানদী ও তাপ্তি। সবাই ভারতমাতা বলেন।
রামরাজ্যের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেছেন, আদর্শ শাসনব্যবস্থার জন্য এখনও ইতিহাসে রামরাজ্যকে সবচেয়ে মহান অধ্যায় বলে উল্লেখ করা হয়। মহাত্মা গাঁধীও একবার বলেছিলেন, রামরাজ্যে কোনও প্রতারণা, শোষণ, বৈষম্য বা হেনস্থার ঘটনা দেখা যায়নি। সেই সময় আদর্শ শাসনব্যবস্থা ছিল। কিন্তু আজ রামরাজ্যের কথা বললেই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখা হয়।
দেশজুড়ে অসহিষ্ণুতা নিয়ে যে বিতর্ক চলছে সেই প্রসঙ্গে উপরাষ্ট্রপতির মত, বাক-স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকা উচিত। অনেকেই আফজল গুরুর বিষয়ে মতপ্রকাশ করেছেন। গণতন্ত্রে সবারই মতপ্রকাশের অধিকার আছে। কিন্তু সাংবিধানিক কাঠামোর মধ্যে মতপ্রকাশ করা উচিত। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য নিয়ন্ত্রণ দরকার। প্রত্যেক ব্যক্তির মর্যাদা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা দেশের অখণ্ডতার চেয়ে বড় হতে পারে না।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ উপরাষ্ট্রপতির পরামর্শ, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, জাত-পাত, মৌলবাদ, রাজনীতিতে অপরাধীদের আসা, লিঙ্গবৈষম্য, মহিলা ও দুর্বলদের উপর অত্যাচারকে একজোট হয়ে প্রতিরোধ করতে হবে। ছাত্র-ছাত্রীদের দেশের ঐতিহ্য নিয়ে গর্বিত হওয়া উচিত। সবসময় মাতৃভাষায় কথা বলা উচিত। যদি এমন কোনও ব্যক্তির সঙ্গে কথা হয়, যিনি বক্তার মাতৃভাষা জানেন না, তখনই অন্য ভাষায় কথা বলা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর নতুন ভারত গড়ার কথা বলেছিলেন। সবার সেই চেষ্টাই করা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement