এক্সপ্লোর
Advertisement
ব্রিটিশ দম্পতির সারোগেট সন্তান অনাথ আশ্রমে, ব্রিটেনকে সুষমার প্রশ্ন এদের ঠিকানা কোথায়?
মুম্বই: ব্রিটিশ দম্পতি ক্রিস এবং মিশেল নিউজম্যান ভারতে আসেন সারোগেট সন্তান নেওয়ার জন্যে। কিন্তু এবার সেই ব্রিটিশ দম্পতির দেশে ফেরার সময় হয়ে এসেছে। আগামী মাসেই শেষ হয়ে যাচ্ছে তাঁদের এখানে থাকার মেয়াদ। এদিকে পাসপোর্টের সমস্যায় সেই ছোট্ট শিশুকে এখনই নিয়ে যাওয়া যাচ্ছে না ব্রিটেনে। এখন সেই বাচ্চাকে রেখে যেতে হবে অনাথ আশ্রমে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একাধিক টুইট করে ব্রিটেনের কাছে জানতে চান, তাহলে কি কাগুজে জটিলতার জেরে এবার থেকে সারোগেট বাচ্চাদের ঠিকানা হবে অনাথ আশ্রম?
ছবি সৌজন্যে ফেসবুক
ক্রিস এবং মিশেল নিউজম্যান মুম্বইয়ে এসেছিলেন মেডিক্যাল ভিসায়। তার মেয়াদ বাড়ানো হলেও, আগামী ৭ অক্টোবরই এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ব্রিটিশ কন্সিউলেট-এর তরফে দম্পতিকে জানানো হয়, হয়তো ব্রিটেন যাওয়ার সমস্ত কাজগপত্র এখনই পাবে না শিশুটি। এরফলে ছোট্ট তিন মাসের একরোত্তি লিলিকে আপাতত থাকতে হবে অনাথ আশ্রমে।
বিদেশমন্ত্রী একথা জানার পর শুধু ব্রিটেনকেই প্রশ্ন করেননি, ভারতে সারোগেসি নিয়ে কড়া আইনের সমালোচনা করেছিলেন যাঁরা, তাঁদেরও প্রশ্ন করেন, এই বাচ্চাগুলো তাহলে এবার অনাথ আশ্রমেই থাকবেতো?
প্রসঙ্গত, নিউজম্যান হলেন সেই দম্পতি যাঁরা ভারতে সারোগেসি নিয়ে কড়া আইন হওয়ার পর শেষবারের মতো এই পদ্ধতিতে হওয়া বাচ্চা নিয়ে যাবেন তাঁদের সঙ্গে। গত মাসে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে বাণিজ্যিক গর্ভ ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে ভারতে। এখন থেকে একমাত্র বাবা-মা হতে ইচ্ছুক দম্পতির নিকট আত্মীয়রাই গর্ভ দিতে পারবেন ভারতে।
জুনের ৩ তারিখ থেকে ছোট্ট লিলির পাসপোর্ট ব্রিটেনের হোম অফিসে পড়ে রয়েছে। হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে তাঁরা সম্পূর্ণ খতিয়ে দেখবেন বাচ্চাটির স্বার্থ এবং জীবন ব্রিটেনে নিরাপদ, তবে তাঁরা ওর পাসপোর্ট ছাড়বে। তবে লিলি যেতে পারবে তার বাবা-মায়ের কাছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement