এক্সপ্লোর
হিরে বেচাকেনার আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠুক ভারত, বললেন প্রধানমন্ত্রী

মুম্বই: এবার আন্তর্জাতিক হিরে ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক ভারতীয় হিরে শিল্প। শুধু হিরে কাটা আর পালিশ করা নয়, নির্মাণশিল্পেও গোটা বিশ্বের গন্তব্য হয়ে উঠুক এ দেশ। জেম জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের স্বর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আশাপ্রকাশ করলেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর জাতীয় রাজনীতিতে উঠে আসা, সেই গুজরাতেই প্রধানত কেন্দ্রীভূত এ দেশের হিরেশিল্প। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইতিমধ্যেই বিশ্বের হিরে কাটা ও পালিশের কেন্দ্র হয়ে উঠেছে। ১৯৬৬-৬৭-তে এই ব্যবসা ছিল ২৮ মিলিয়ন মার্কিন ডলার। এখন তা বেড়ে হয়েছে ৪০ মিলিয়ন। এবার তাঁদের লক্ষ্য, এ দেশকে হিরে নির্মাণেরও প্রধান ক্ষেত্র করে তোলা। কেন্দ্রের স্কিল ইন্ডিয়া উদ্যোগে রত্নশিল্পের অবদান স্বীকার করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রায় পঞ্চাশলক্ষ মানুষ কর্মরত এই শিল্পে। এর মধ্যে শুধু হিরেশিল্পেই রয়েছেন ১০লাখ মানুষ। এই জনগোষ্ঠীর যাতে বর্তমান ভারতীয় অর্থনীতিতে অবদান রাখার মত দক্ষতা থাকে, তা নিশ্চিত করতে চায় স্কিল ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া ও স্কিল ইন্ডিয়ায় এই রত্নশিল্প উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এ জন্য তিনি এই শিল্পে আরও নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের ডাক দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















