এক্সপ্লোর
Advertisement
হামলার জবাবে নিয়ন্ত্রণরেখায় ধ্বংস অনুপ্রবেশে মদত দেওয়া পাকিস্তানি চৌকি, হত ১০-১২ পাক সেনা, জানাল ভারতীয় সেনাবাহিনী
নয়াদিল্লি: ভারতের মাটিতে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতের জবাব দেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়ে জানাল ভারতীয় সেনাবাহিনী। ওপারে যে পাকিস্তানি ফাঁড়ি থেকে গোলাগুলি চালিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশে মদত দেওয়া হচ্ছে, সেগুলির ওপর ভারতীয় সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়েছে, বেশ কয়েকটি পাকিস্তানি চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। ১০-১২ জন পাক সেনা সহ ২০-২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা।
গত শনিবার রাজৌরির নওসেরা সেক্টরে পাকিস্তান থেকে ব্যাপক হামলা চালানো হয়। নির্বিচারে পাক শেলিংয়ে নিহত হন দুজন সাধারণ মানুষ, তিনজন জখম হন। তারপরই পাল্টা জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনারা।
#WATCH Pakistani posts destroyed by Indian Army in Nowshera (Jammu and Kashmir) pic.twitter.com/whrWb0wMfg
— ANI (@ANI_news) May 23, 2017
সেনাবাহিনীর তরফে মেজর জেনারেল অশোক নারুলা বলেছেন, নৌশেরায় সাম্প্রতিক অ্যাকশনে পাক সেনার চৌকিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় 'প্রাধান্য কায়েম'' করেছে বলেও জানান তিনি।
সেইসঙ্গেই তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে শান্তি, সুস্থিতি চাই আমরা। গোলাগুলি চালিয়ে ভারতীয় সেনা ফাঁড়িগুলিকে ব্যতিব্যস্ত করে রেখে জঙ্গিদের ভারতীয় ভূখন্ডে ঢুকতে পাক সেনা পূর্ণ মদত দিয়ে চলেছে।
ভারতীয় সেনার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে দেখানো হয়েছে, কীভাবে পাল্টা জবাব দেওয়া হয়েছে পাকিস্তানি হামলার। ভিডিওতে প্রকাশ, টানা ১০-১২টি গোলার আঘাতে একাধিক পাক চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভারত-পাক সীমান্তের পরিবেশ তেতে ওঠে চলতি মাসের গোড়ায় পাক বাহিনীর হাতে ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদের ঘটনায়। তখনই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেয়। জানিয়ে দেয়, এবার সেনাবাহিনী যখন, যেখানে চাইবে, পাকিস্তানের এই বর্বরোচিত আচরণের জবাব দেবে। সেই অনুযায়ী গত ৯-১০ মে এই পাল্টা আক্রমণ চালিয়েছে সেনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement